নানা নাটকীয়তা, বয়কট ও প্রার্থিতা প্রত্যাহারের পর অবশেষে শুরু হলো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন। সোমবার সকাল ১০টা থেকে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে ভোটগ্রহণ শুরু হয়। সকাল থেকেই ভোটকেন্দ্রে প্রার্থীদের উপস্থিতি চোখে পড়ে।
নির্বাচনের আগে শেষ মুহূর্তেও পরিবর্তন ঘটে প্রার্থীতায়। ক্যাটাগরি-২ থেকে ফায়াজুর রহমান ভুঁইয়া গতকাল রাতে সরে দাঁড়ান। ফলে ক্লাব ক্যাটাগরি থেকে ১৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদের মধ্য থেকে নির্বাচিত হবেন ১২ জন। এদিকে নতুন প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতায় যোগ দিয়েছেন ইফতেখার রহমান মিঠু।
অন্যদিকে বিভাগ ক্যাটাগরি থেকে কোনো প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই ৮ জন প্রার্থী জয়লাভ করেছেন।
বিসিবি নির্বাচন ২০২৫: ভোটের চিত্র
- মোট ভোটার: ১৫৬ জন
- সরাসরি ভোট: ৯৮ জন
- ই-ব্যালট: ৫৮ জন
ক্যাটাগরি অনুযায়ী ভোট বিভাজন:
- ক্যাটাগরি-১ (জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থা): মোট ভোট ৩৫, এর মধ্যে ই-ব্যালট ১৯
- ক্যাটাগরি-২ (ক্লাব): মোট ভোট ৭৬, এর মধ্যে ই-ব্যালট ৩৪
- ক্যাটাগরি-৩ (বিশেষ সংস্থা, শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষাবোর্ড ও সার্ভিসেস দল): মোট ভোট ৪৫, এর মধ্যে ই-ব্যালট ৫
এখন চোখ থাকবে ভোটযুদ্ধ শেষে বিসিবির নতুন কমিটি কারা গঠন করতে যাচ্ছেন, সে দিকেই।
সিএ/এমআরএফ