বিপিএলে রান পাচ্ছিলেন, তবে আগের ১২ ইনিংসে মাত্র একটি ফিফটির পরও তানজিদ হাসান তামিম ঠিক সময়ের মুহূর্তে ঝলক দেখালেন। আজ মিরপুরে ফাইনালে সুযোগ পেয়ে বাঁহাতি ওপেনার দুর্দান্ত ইনিংস খেলেন।
ব্যাটকে তুলি বানিয়ে তানজিদ তামিম মাঠে দারুণ ছন্দের ছবি আঁকলেন। ১৬১.২৯ স্ট্রাইকরেটে ইনিংসটি সাজানো হয়েছে ৭ ছক্কা ও ৬ চারে। ৬১ বল খেলে তিনি সেঞ্চুরি পূর্ণ করার পরপরই আউট হন। এই ইনিংসে তিন অঙ্ক স্পর্শ করে তিনি একটি কীর্তি গড়েছেন। বিপিএলের ইতিহাসে ফাইনালে সেঞ্চুরি করা তৃতীয় ব্যাটার হিসেবে নাম লিখালেন ২৫ বছর বয়সী তানজিদ। এর আগে ফাইনালে সেঞ্চুরি করেছেন ক্রিস গেইল ও তামিম ইকবাল—তিনজনই বাঁহাতি ওপেনার।
তানজিদ তামিমের ইনিংসে অবশ্য চট্টগ্রামের ফিল্ডারদের কিছুটা অবহেলা ও বদান্যতাও ছিল। তিনবার তাকে জীবন দিয়েছেন ফিল্ডাররা। ব্যক্তিগত ৩৫ রানে শরীফুল ইসলাম ক্যাচ ছাড়েন, এবং ৫৪ রানে মুকিদুল ইসলাম তাকে জীবন দিয়েছেন।
তানজিদ তামিমের অসাধারণ ব্যাটিংয়ে চট্টগ্রাম রয়্যালসকে ১৭৫ রানের বড় লক্ষ্য দিয়েছে রাজশাহী। টস হেরে ব্যাটিংয়ে নেমে উদ্বোধনী জুটি হিসেবে শাহিবজাদা ফারহানের সঙ্গে ৮৩ রান যোগ করেন তানজিদ তামিম। শাহিবজাদা ৩০ রানে আউট হওয়ার পর কেন উইলিয়ামসনের সঙ্গে ৪৭ রানের জুটি গড়ে ফাইনালের চ্যালেঞ্জিং লক্ষ্য স্থাপন করেন রাজশাহী।
সিএ/এএ


