নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে বাংলাদেশের দাপুটে জয়ের ধারা অব্যাহত রয়েছে। আজ নামিবিয়াকে ৮০ রানে হারিয়ে হ্যাটট্রিক জয় অর্জন করেছেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতিরা।
এই জয়ের মাধ্যমে বাংলাদেশ বিশ্বকাপের মূল পর্বে পৌঁছানোর পথে আরও এক ধাপ এগিয়ে গেছে। আজকের জয়ের সঙ্গে সঙ্গে অধিনায়কের দল সুপার সিক্স নিশ্চিত করেছে। সুপার সিক্সের শীর্ষ চারে থাকলেই আগামী জুনে ইংল্যান্ডে অনুষ্ঠিতব্য বিশ্বকাপের টিকিট নিশ্চিত হবে।
কীর্তিপুরে টসে হেরে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ ৭ উইকেটে ১৪৪ রান সংগ্রহ করে। শুরুটা ভালো না হলেও ব্যাটাররা ছোট ছোট জুটি গড়ে দলের জন্য দারুণ সংগ্রহ নিশ্চিত করেন। দলের হয়ে সর্বোচ্চ ২৭ রান করেন সাবহানা মোস্তারি। এছাড়া বিশোর্ধ্ব ইনিংস খেলেন দিলারা আক্তার (২৫), অধিনায়ক জ্যোতি (২১) এবং স্বর্ণা আক্তার (২৩)। প্রতিপক্ষের হয়ে সর্বোচ্চ ২টি করে উইকেট নেন সাইমা তুহাদেলেনি ও সিলভিয়া শিহেপো।
লক্ষ্য তাড়া করতে নেমে নামিবিয়া ১৭.৫ ওভারে ৬৪ রানে অলআউট হয়। উদ্বোধনী জুটি ২০ রান করলেও বাংলাদেশের স্পিনারদের ঘূর্ণিতে নামিবিয়ার ব্যাটাররা দিশাহারা হন। মাত্র দুইজন ব্যাটারই দুই অঙ্কের ঘর স্পর্শ করতে সক্ষম হন। অধিনায়ক ও ওপেনার সুনে উইটমান ১৯ রানে এবং উইকেটরক্ষক মার্কজারলি গোরাসেস ১২ রান করে।
নামিবিয়ার সব উইকেট ভাগাভাগি করে নেন তিনজন স্পিনার। সানজিদা আক্তার মেঘলা সর্বোচ্চ ৪ উইকেট নেন, আর দুই লেগস্পিনার রাবেয়া খান ও ফাহিমা খাতুন সমান ৩টি উইকেট নেন। ১৪ রানে ৪ উইকেট নেওয়ায় ম্যাচসেরাও হয়েছেন বাঁহাতি স্পিনার মেঘলা।
তিন জয়ের পর ‘এ’ গ্রুপে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে বাংলাদেশ। দুইয়ে অবস্থান করছে আয়ারল্যান্ড (৪ পয়েন্ট), আর যুক্তরাষ্ট্র ২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে। গ্রুপ পর্বের পরবর্তী ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ হবে আয়ারল্যান্ড। ম্যাচটি অনুষ্ঠিত হবে ২৪ জানুয়ারি।
সিএ/এএ


