২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে ভারতের ভিসা পেতে জটিলতায় পড়তে হয়েছে বিভিন্ন দেশের ক্রিকেটারদের। সেই তালিকায় ছিলেন ইংল্যান্ডের দুই স্পিনার আদিল রশিদ ও রেহান আহমেদ। অবশেষে ভারতের ভিসা পেয়েছেন এই দুই ইংলিশ ক্রিকেটার।
গত সপ্তাহের শেষে জানা যায়, রেহান আহমেদ ও আদিল রশিদ ভারতের ভিসা ছাড়পত্রের অপেক্ষায় ছিলেন। যদিও ইংল্যান্ড দলের অন্যান্য খেলোয়াড় তখনই ভিসা পেয়েছিলেন। দেরিতে হলেও এবার অবশেষে রশিদ ও রেহান ভিসা হাতে পেয়েছেন।
সাম্প্রতিক বছরগুলোতে ভারত ভ্রমণের ক্ষেত্রে পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটারদের জন্য ভিসা প্রাপ্তি একাধিকবার বিলম্বিত হয়েছে। ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার বেশ কয়েকজন খেলোয়াড়ও এই সমস্যার মুখে পড়েছেন। ভারত ও পাকিস্তানের রাজনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক দীর্ঘদিন ধরে উত্তেজনাপূর্ণ থাকার কারণে পাকিস্তানি নাগরিক বা তাদের বংশোদ্ভূতদের জন্য ভারতের ভিসা পাওয়া সাম্প্রতিক সময়ে কঠিন হয়ে উঠেছে। ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপেও পাকিস্তান জাতীয় দলকে স্বল্প সময়ের জন্য বিলম্বের মুখে পড়তে হয়েছিল।
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়া কানাডা, নেদারল্যান্ডস, সংযুক্ত আরব আমিরাত, ইংল্যান্ড, ইতালি, বাংলাদেশ (মুশতাক আহমেদ–বোলিং কোচ) ও যুক্তরাষ্ট্র দলের পক্ষ থেকে পাকিস্তানি বংশোদ্ভূত খেলোয়াড় ও কর্মকর্তাদের মোট ৪২টি ভিসা আবেদন করা হয়েছে। এর মধ্যে নেদারল্যান্ডস ও কানাডার খেলোয়াড় ও কর্মকর্তারা ইতোমধ্যে ভিসা পেয়েছেন। বাকিদের ভিসা অ্যাপয়েন্টমেন্ট আগামী সপ্তাহের শুরুতেই অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
আইসিসি আশা করছে, ৩১ জানুয়ারির মধ্যেই টুর্নামেন্ট সংশ্লিষ্ট সব খেলোয়াড়, সাপোর্ট স্টাফ ও কর্মকর্তার ভিসা ইস্যু হয়ে যাবে।
সিএ/এসএ


