আজ থেকে শুরু হওয়ার কথা ছিল বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ঢাকা পর্ব। তবে খেলা শুরু হওয়ার আগেই বড় অনিশ্চয়তা তৈরি হয়েছে। ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের পদত্যাগ দাবি করছে। আজ পর্যন্ত পদত্যাগ না হওয়ায় কোনো ম্যাচ মাঠে গড়ায়নি।
আজ সংবাদ সম্মেলনে কোয়াবের সভাপতি মোহাম্মদ মিঠুন জানিয়েছেন, এম নাজমুল ইসলামের পদত্যাগ না হলে ক্রিকেটাররা বয়কটের অবস্থান থেকে সরে আসবেন না। ক্রিকেটাররা খেলার বিপক্ষে নয়, তবে সবকিছুর সীমা রয়েছে এবং সেই সীমা অতিক্রম করেছে।
এই অচলাবস্থা শুরু হয়েছে গতকাল। বিশ্বকাপে খেলতে না গেলে ক্রিকেটারদের ক্ষতিপূরণ দেওয়া হবে কি না—এই প্রশ্নে বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের জবাবে বিস্ফোরক মন্তব্য আসে। তিনি প্রশ্ন উল্টো করে ক্রিকেটারদের কার্যকারিতা নিয়ে বলেন, ‘ক্রিকেটারদের পেছনে যে খরচ হয়, তার প্রতিদান তারা দিতে পেরেছে কি? যদি কিছুই করতে পারে না, তাহলে কোটি কোটি টাকা খরচের প্রতিদান আমরা চাইতে পারি। তাহলে বিশ্বকাপে না খেললে ক্ষতিপূরণ কেন দেব?’
এ মন্তব্যের পরই কোয়াব নাজমুল ইসলামের পদত্যাগ দাবি করে এবং তার বাস্তবায়ন না হলে সব ধরনের ক্রিকেট বয়কটের ঘোষণা দেয়। ঢাকা পর্বের প্রথম ম্যাচে নোয়াখালী এক্সপ্রেস ও চট্টগ্রাম রয়্যালসের ক্রিকেটাররা মাঠে আসেননি।
এদিকে, ছয় দলের ক্রিকেটাররা ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে জড়ো হয়েছেন। সেখানে মিঠুন বলেন, ‘আমরা খেলার বিপক্ষে নই, কিন্তু সবকিছুর একটি লিমিট আছে। এই লিমিট ক্রস হয়ে গেছে। এটা শুধু আমার বা আমাদের না, পুরো ক্রিকেটাঙ্গনকে অপমান করেছে। আইসিসির ট্রফি থেকে শুরু করে সব বিষয়েই পরিচালক অস্বীকার করেছেন। তার কাছে ক্রিকেটের কোনো শ্রদ্ধা নেই।’
মিঠুন আরও জানান, ‘আমরা বোর্ডের সঙ্গে আলোচনা করেছি। তারা খেলার জন্য অ্যাপ্রোচ করেছে। কিন্তু আমরা দাবি মেনে নিলে মাঠে নামব। আমরা চাইনি ক্রিকেটের অসম্মান হোক, তাই সমস্যাগুলো সাইলেন্টলি সমাধান করার চেষ্টা করেছি। কিন্তু কিছু হচ্ছে না। বোর্ড থেকে যদি এই সমাধান হয়, আমরা মাঠে নামব।’
সিএ/এসএ


