টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর এক মাস আগে বাংলাদেশ দলের অংশগ্রহণ ঘিরে অনিশ্চয়তা ও আলোচনা তীব্র হয়েছে। নিরাপত্তাজনিত উদ্বেগের কথা জানিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আগেই আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) ই-মেইল পাঠিয়েছে। তবে এই ইস্যুতে আইসিসি কঠোর অবস্থান নিচ্ছে—এমন একটি খবর প্রকাশের পর নতুন করে বিতর্ক তৈরি হয়।
একটি আন্তর্জাতিক ক্রীড়া সংবাদমাধ্যমে দাবি করা হয়, মঙ্গলবার অনুষ্ঠিত একটি ভার্চুয়াল বৈঠকে আইসিসি বিসিবিকে জানিয়েছে যে নিরাপত্তার অজুহাতে ভারতের বাইরে ম্যাচ আয়োজনের অনুরোধ মানা হবে না। একই সঙ্গে বাংলাদেশকে ভারতে গিয়েই বিশ্বকাপ খেলতে হবে, অন্যথায় পয়েন্ট হারানোর ঝুঁকি থাকবে—এমন বার্তাও নাকি দেওয়া হয়েছে।
তবে বিসিবি এই দাবি সম্পূর্ণভাবে অস্বীকার করেছে। বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, আইসিসি তাদের কাছে এমন কোনো চূড়ান্ত সিদ্ধান্ত বা আলটিমেটাম পাঠায়নি। পয়েন্ট কাটা বা ওয়াকওভার সংক্রান্ত কোনো হুঁশিয়ারিও দেওয়া হয়নি বলে দাবি বিসিবির।
বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এ বিষয়ে স্পষ্ট করে বলেন, ‘ক্রিকইনফোর এই খবর সত্য নয়। আইসিসি কখনই বলেনি যে বিশ্বকাপ খেলতে হলে বাংলাদেশকে ভারতেই যেতে হবে। আমাদের সঙ্গে ব্যক্তিগত পর্যায়ে আইসিসির একাধিক কর্মকর্তার কথা হচ্ছে।’
গত রোববার বিসিবি আনুষ্ঠানিকভাবে আইসিসিকে একটি ই-মেইলের মাধ্যমে জানায়, নিরাপত্তা নিয়ে উদ্বেগ থাকায় ভারত গিয়ে বিশ্বকাপে খেলা নিয়ে তারা স্বস্তিতে নেই। এই সিদ্ধান্তের পেছনে একটি গুরুত্বপূর্ণ কারণ হিসেবে উঠে আসে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) ভূমিকা। বিসিসিআই কলকাতা নাইট রাইডার্সকে মোস্তাফিজুর রহমানকে ছেড়ে দিতে নির্দেশ দেয় বলে বিসিবির পক্ষ থেকে অসন্তোষ প্রকাশ করা হয়। গত ডিসেম্বরে আইপিএল নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে মোস্তাফিজকে দলে নিয়েছিল কেকেআর।
আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হতে যাচ্ছে ২০ দলের টি-টোয়েন্টি বিশ্বকাপ, যা চলবে ৮ মার্চ পর্যন্ত। টুর্নামেন্টের আয়োজক দেশ ভারত ও শ্রীলঙ্কা। গ্রুপ সিতে থাকা বাংলাদেশের প্রথম তিনটি ম্যাচ কলকাতায় অনুষ্ঠিত হওয়ার কথা। ৭ ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজ, ৯ ফেব্রুয়ারি ইতালি এবং ১৪ ফেব্রুয়ারি ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। গ্রুপ পর্বের শেষ ম্যাচ ১৭ ফেব্রুয়ারি মুম্বাইয়ে নেপালের বিপক্ষে।
তবে চলমান টানাপোড়েন ও নিরাপত্তা উদ্বেগের কারণে বর্তমান পরিস্থিতিতে ভারতে গিয়ে বাংলাদেশের বিশ্বকাপ খেলার সম্ভাবনা খুব একটা উজ্জ্বল নয় বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।
সিএ/এসএ


