ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে অনুষ্ঠিতব্য আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬–এর জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আসন্ন এই বৈশ্বিক টুর্নামেন্ট শুরু হবে শনিবার (৭ ফেব্রুয়ারি) এবং পর্দা নামবে রোববার (৮ মার্চ)।
বিশ্বকাপের জন্য ঘোষিত দলে অধিনায়কের দায়িত্ব পেয়েছেন উইকেটকিপার-ব্যাটার লিটন কুমার দাস। সহ-অধিনায়কের ভূমিকায় থাকছেন মোহাম্মদ সাইফ হাসান। নতুন এই নেতৃত্বের মাধ্যমে দলকে এগিয়ে নেওয়ার পরিকল্পনা করেছে নির্বাচকরা।
অভিজ্ঞতা ও তারুণ্যের সমন্বয়ে গড়া এই দলে একাধিক নির্ভরযোগ্য অলরাউন্ডার এবং শক্তিশালী পেস আক্রমণ রাখা হয়েছে। ব্যাটিং বিভাগে আগ্রাসী ওপেনার ও মধ্যক্রমের পাওয়ার হিটারদের ওপর ভরসা রাখা হয়েছে। পাশাপাশি স্পিন ও পেস—দুই বিভাগেই ভারসাম্য রাখার চেষ্টা করা হয়েছে।
তবে ঘোষিত দলে জায়গা হয়নি কয়েকজন পরিচিত মুখের। বাদ পড়েছেন মেহেদি হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত ও জাকের আলী অনিক। তাদের না থাকা নিয়ে ইতোমধ্যে ক্রিকেটপ্রেমীদের মধ্যে আলোচনা শুরু হয়েছে।
নির্বাচকদের ভাষ্য অনুযায়ী, সাম্প্রতিক পারফরম্যান্স, কন্ডিশন বিবেচনা এবং টিম কম্বিনেশনের ওপর গুরুত্ব দিয়েই এই দল চূড়ান্ত করা হয়েছে। বিশ্বকাপের মঞ্চে প্রতিযোগিতামূলক ক্রিকেট উপহার দেওয়াই লক্ষ্য বাংলাদেশের।
১৫ সদস্যের বাংলাদেশ দল
লিটন কুমার দাস (অধিনায়ক), মোহাম্মদ সাইফ হাসান (সহ-অধিনায়ক), তানজিদ হাসান, মোহাম্মদ পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, শামীম হোসেন, কাজী নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, মো. সাইফউদ্দিন, শরিফুল ইসলাম।
সিএ/এএ


