টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। রশিদ খানের নেতৃত্বে ঘোষিত দলে ফিরেছেন তারকা পেসার ফজলহক ফারুকি ও অভিজ্ঞ অলরাউন্ডার গুলবদিন নাইব। গত অক্টোবরে বাংলাদেশের বিপক্ষে সিরিজে এই দুজন দলে ছিলেন না।
আগামী ফেব্রুয়ারিতে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে আফগানিস্তান জানুয়ারিতে সংযুক্ত আরব আমিরাতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে। ওই সিরিজেও একই স্কোয়াড নিয়ে মাঠে নামবে তারা।
ফারুকি ও নাইবের সঙ্গে দলে জায়গা পেয়েছেন স্পিনার মুজিব উর রহমান এবং ডানহাতি পেসার নবীন উল হক। মুজিব দলে ফেরায় আরেক স্পিনার মোহাম্মদ গজনফার মূল স্কোয়াডে জায়গা পাননি, তবে রিজার্ভে আছেন তিনি। রিজার্ভ তালিকায় আরও রয়েছেন ইজাজ আহমেদজাই ও জিয়াউর রহমান শরিফি।
২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের সর্বশেষ আসরে আফগানিস্তান সেমিফাইনালে উঠেছিল—আইসিসি টুর্নামেন্টে যা তাদের সর্বোচ্চ সাফল্য।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজটি হবে ১৯ থেকে ২২ জানুয়ারি। বিশ্বকাপে আফগানিস্তানের প্রথম ম্যাচ ৮ ফেব্রুয়ারি, প্রতিপক্ষ নিউজিল্যান্ড। ডি গ্রুপে তাদের অন্য প্রতিদ্বন্দ্বী দক্ষিণ আফ্রিকা, সংযুক্ত আরব আমিরাত ও কানাডা।
ওয়েস্ট ইন্ডিজ সিরিজ ও বিশ্বকাপের জন্য আফগানিস্তান দল:
রশিদ খান (অধিনায়ক), ইব্রাহিম জাদরান (সহ-অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ (উইকেটকিপার), মোহাম্মদ ইশহাক (উইকেটকিপার), সেদিকউল্লাহ অতল, দারউইশ রসুলি, শহিদউল্লাহ কামাল, আজমতউল্লাহ ওমরজাই, গুলবদিন নাইব, মোহাম্মদ নবী, নুর আহমেদ, মুজিব উর রহমান, নবীন উল হক, ফজলহক ফারুকি, আব্দুল্লাহ ওমরজাই।
সিএ/এএ


