মাত্র ১৪ বছর বয়সেই আন্তর্জাতিক ক্রিকেটের দরজায় কড়া নাড়ছেন ভারতের উদীয়মান প্রতিভা বৈভব সূর্যবংশী। ২০২৫ সালে ধারাবাহিক দুর্দান্ত পারফরম্যান্সে ক্রিকেট বিশ্বে আলোচনার কেন্দ্রে উঠে আসা এই বাঁহাতি ব্যাটার আন্তর্জাতিক পর্যায়ের চাপ সামলাতে পুরোপুরি প্রস্তুত বলে মনে করছেন তার শৈশবের কোচ মনীশ ওঝা।
সম্প্রতি দুবাইয়ে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ১৭১ রানের বিধ্বংসী ইনিংস খেলার পর ইন্ডিয়া টুডেকে দেওয়া সাক্ষাৎকারে মনীশ ওঝা বলেন, ‘আমার মতে, বৈভব অন্তত ভারতের টি-টোয়েন্টি দলে খেলার জন্য পুরোপুরি প্রস্তুত। ও আন্তর্জাতিক মঞ্চের চাপে একদমই ভড়কাবে না।’
অল্প বয়সেই ঘরোয়া ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নজরকাড়া পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে মাত্র ১৩ বছর বয়সে আইপিএল ২০২৫ মেগা নিলামে রাজস্থান রয়্যালস বৈভব সূর্যবংশীকে ১ কোটি ১০ লাখ রুপিতে দলে নেয়। ওই আসরেই সাত ইনিংসে ২৫২ রান করেন তিনি, যেখানে তার স্ট্রাইক রেট ছিল ২০৬.৫৬।
আইপিএলে তার সবচেয়ে আলোচিত ইনিংসটি আসে ২৮ এপ্রিল জয়পুরে গুজরাট টাইটান্সের বিপক্ষে। মাত্র ৩৫ বলে শতক হাঁকিয়ে ক্রিকেট দুনিয়ায় তুমুল আলোড়ন তোলেন বৈভব। ২০২৫ সালে এটি ছিল তার ষষ্ঠ শতক, যা তাকে সমসাময়িক কিশোর ক্রিকেটারদের থেকে আলাদা করে দেয়।
এর আগেও এশিয়া কাপ রাইজিং স্টারস টুর্নামেন্টে ব্যাট হাতে দারুণ ছন্দে ছিলেন বৈভব সূর্যবংশী। চার ইনিংসে ২৩৯ রান করে, গড় ৫৯.৭৫ এবং স্ট্রাইক রেট ২৪৩.৮৭ নিয়ে টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ রানসংগ্রাহক হন তিনি।
নিজের শিষ্যের সক্ষমতা নিয়ে মনীশ ওঝা বলেন, ‘আইপিএলে সে যেসব বোলারের মুখোমুখি হয়েছে, তাদের অনেকেই আন্তর্জাতিক ক্রিকেটার। এত অভিজ্ঞ বোলারদের বিপক্ষে যেভাবে ও শট খেলেছে, সেটাই প্রমাণ করে ও কতটা প্রস্তুত।’
কোচের মতে, শুধু টি-টোয়েন্টি নয়, ওয়ানডে ক্রিকেটেও সুযোগ পাওয়ার যোগ্যতা রয়েছে বৈভব সূর্যবংশীর। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘চূড়ান্ত সিদ্ধান্ত বিসিসিআইয়ের হাতে। তবে আমার মতে, দেরি না করে ওকে টি-টোয়েন্টি ও ওয়ানডে দলে সুযোগ দেওয়া উচিত। এটা ভারতের জন্যও একটি রেকর্ড হবে এবং একজন তরুণ ক্রিকেটারের জন্য বিশাল অনুপ্রেরণা।’
আইপিএলের বিশাল দর্শকসমাগম, চাপপূর্ণ পরিবেশ এবং প্রত্যাশার বোঝা—সবকিছুই ইতোমধ্যে সামলে উঠেছেন বৈভব সূর্যবংশী। সেই অভিজ্ঞতার ভিত্তিতেই আন্তর্জাতিক মঞ্চে তার সাফল্য নিয়ে শতভাগ আশাবাদী মনীশ ওঝা। তিনি বলেন, ‘ও কখনো নার্ভাস দেখায় না। নিজের খেলায় অটল থাকে। আমি নিশ্চিত, আন্তর্জাতিক পর্যায়েও একই শান্ত ও আত্মবিশ্বাসী বৈভবকে দেখা যাবে।’
সিএ/এএ


