প্রথম ম্যাচকে স্মরণীয় করে রাখার স্বপ্ন অনেক ব্যাটারেরই থাকে। তবে অভিষেকেই সেঞ্চুরি হাঁকানো সৌভাগ্য খুব কমজনের ভাগ্যে জোটে। সেই বিরল কৃতিত্বের তালিকায় নিজ নাম লিখলেন ভারতের ব্যাটার অমিত পাসি।
স্বীকৃত টি–টোয়েন্টিতে অভিষেকে সেঞ্চুরি পাওয়া দশম ব্যাটার তিনি। তবে শুধু তাই নয়—অভিষেকে সর্বোচ্চ রানের ইনিংসের তালিকায় যৌথভাবে শীর্ষেও উঠে এসেছেন অমিত। ১১৪ রানের ইনিংস খেলে পাকিস্তানের বিলাল আসিফের রেকর্ডে ভাগ বসিয়েছেন তিনি। বিলাল আসিফ ২০১৫ সালে ফয়সালাবাদে অ্যাবোটাবাদ ফ্যালকনসের বিপক্ষে শিয়ালকোট স্ট্যালিয়নসের হয়ে একই রান করেছিলেন সুপারএইট টি–টোয়েন্টি কাপে।
অভিষেকে সেঞ্চুরি পাওয়া বাকি ব্যাটাররা হলেন—মঈন খান, ম্যাথিউ স্পুরস, শিবম ভামব্রি, অক্ষত রেড্ডি, লেসলি ডানবার, আব্দুল্লাহ শফিক, রবীন্দ্রপাল সিং ও আসিফ আলি।
দলের পরিকল্পনায় প্রথমে জায়গাই ছিল না অমিতের। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জাতীয় দলে থাকা উইকেটরক্ষক জিতেশ শর্মার অনুপস্থিতিতে স্কোয়াডে যোগ করেন তাকে। আর সেই সুযোগটাই কাজে লাগিয়ে সৈয়দ মুশতাক আলি ট্রফিতে বরোদার হয়ে স্বপ্নের শুরুটা করেন এই উইকেটরক্ষক-ব্যাটার। জাতীয় দলের দায়িত্বে থাকায় ম্যাচটিতে খেলেননি হার্দিক পান্ডিয়াও।
হায়দরাবাদের জিমখানা স্টেডিয়ামে সার্ভিসেসের বিপক্ষে ওপেনিংয়ে নেমে বিধ্বংসী ব্যাটিংয়ে সেঞ্চুরি তুলে নেন অমিত। ২০৭.২৭ স্ট্রাইক রেটে খেলা তার ১১৪ রানের ইনিংসে ছিল ১০টি চার ও ৯টি ছক্কা—অর্থাৎ ৯৪ রানই এসেছে বাউন্ডারি থেকে। তার ইনিংস ভর করে বরোদা তোলে ৫ উইকেটে ২২০ রান। জবাবে সার্ভিসেস ২০৭ রানে থামলে ১৩ রানের জয় পায় বরোদা।
সিএ/এএ


