জুনিয়র হকি বিশ্বকাপে অবশেষে প্রথম জয় পেল বাংলাদেশ অনূর্ধ্ব–২১ দল। ১৭–২৫তম স্থান নির্ধারণী কোয়ার্টার ফাইনালে ওমানকে ১৩–০ গোলের বিশাল ব্যবধানে হারিয়েছে লাল–সবুজের তরুণরা। আজ ভারতের মাদুরাই ইন্টারন্যাশনাল হকি স্টেডিয়ামে গোল উৎসব করেছে বাংলাদেশ দল।
আমিরুলের পাঁচ গোল, রাকিবুলের হ্যাটট্রিক
ম্যাচে বাংলাদেশের প্রধান নায়ক আমিরুল ইসলাম—যিনি একাই করেছেন পাঁচ গোল। এর আগে গ্রুপ পর্বে তিনি করেছিলেন দুইটি হ্যাটট্রিক।
এ ছাড়া—
- রাকিবুল হাসান করেছেন হ্যাটট্রিক (৩ গোল)
- মোহাম্মদ আবদুল্লাহ করেছেন ২ গোল
- মোহাম্মদ সাজু করেছেন ২ গোল
- ওবায়দুল হাসান করেছেন ১ গোল
খেলার গতিপ্রকৃতি
প্রথম কোয়ার্টারেই আক্রমণের ঝড় তুলে ৩–০ করে বাংলাদেশ। তিন গোলে সবগুলোই পেনাল্টি কর্নার থেকে আমিরুলের।
দ্বিতীয় কোয়ার্টারে রাকিবুলের জোড়া গোল লিড বাড়ায়।
তৃতীয় কোয়ার্টারে আবদুল্লাহ ও আমিরুল আবারও গোল করে ব্যবধান বাড়ান।
ওবায়দুল হাসান দলীয় অষ্টম গোলটি করেন।
শেষ কোয়ার্টারে সাজুর দুই গোলসহ আমিরুল, রাকিবুল ও আবদুল্লাহ আরও একটি করে গোল করে স্কোরলাইন দাঁড়ায় ১৩–০।
ওমানের দুরবস্থা
প্রথমবারের মতো বিশ্বকাপে অংশ নেওয়া ওমান গ্রুপ পর্বে তিন ম্যাচে তিনটিতেই হেরে ২৩ গোল হজম করেছিল। আজও বাংলাদেশের সামনে দাঁড়াতেই পারেনি তারা।
পুরো ম্যাচে তিনটি পেনাল্টি কর্নার পেলেও একটিও গোল করতে পারেনি।
বাংলাদেশের পারফরম্যান্স—প্রশংসনীয়
গ্রুপ পর্বে বাংলাদেশের ফলাফল উল্লেখযোগ্য ছিল—
- দক্ষিণ কোরিয়ার সঙ্গে ড্র
- অস্ট্রেলিয়ার কাছে ৫–৩ গোলের হার
- ফ্রান্সের কাছে ৩–২ গোলের হার
এতে গ্রুপে তৃতীয় হয়ে ১৭–২৫তম স্থান নির্ধারণী রাউন্ডে খেলছে দলটি।
১৭তম স্থানের লড়াইয়ে এগিয়ে বাংলাদেশ
আজকের জয়ে বাংলাদেশ উঠেছে স্থান নির্ধারণী সেমিফাইনালে।
সেমিফাইনাল ও ফাইনাল জিততে পারলে দলটি প্রতিযোগিতা শেষ করবে ১৭তম স্থান ।


