অস্ট্রেলিয়ার পেস তারকা মিচেল স্টার্ক যেন প্রথম ওভারেই উইকেট নেওয়াকে অভ্যাসে পরিণত করেছেন। অ্যাশেজের প্রথম টেস্টের দুই ইনিংসে যেমন করেছিলেন, ব্রিসবেনের গ্যাবায় অনুষ্ঠিত দ্বিতীয় টেস্টেও সেই ধারা বজায় রেখে গড়লেন নতুন বিশ্বরেকর্ড।
প্রথম ওভারেই ইংল্যান্ডের বিপর্যয়
বৃহস্পতিবার গ্যাবায় টস জিতে ব্যাট করতে নামে ইংল্যান্ড। কিন্তু শুরুতেই স্টার্কের গতির তোপে পড়ে চরম বিপাকে পড়ে সফরকারীরা।
- প্রথম ওভারেই বেন ডাকেটকে গোল্ডেন ডাক উপহার দেন স্টার্ক।
- দ্বিতীয় ওভারে ফেরান অলি পোপকে।
মাত্র দুই ওভারেই ইংল্যান্ড পড়ে যায় চাপে।
গোলাপি বলের টেস্টে সর্বোচ্চ উইকেট
স্টার্ক ইতোমধ্যে গোলাপি বলে টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ উইকেট সংগ্রাহক।
- স্টার্কের উইকেট: ৮৩
- দ্বিতীয় স্থানে প্যাট কামিন্স: ৪৩
এ বিশাল ব্যবধানই গোলাপি বলে স্টার্কের আধিপত্যের প্রমাণ।
বিশ্বের প্রথম বোলার হিসেবে নতুন কীর্তি
আজকের ম্যাচে দ্রুত দুই উইকেট নিয়ে স্টার্ক গড়লেন আরেকটি ইতিহাস। তিনি হলেন বিশ্বের প্রথম বোলার, যিনি কোনো একটি দলের বিপক্ষে গোলাপি বলে ২০ উইকেট নিয়েছেন।
- ইংল্যান্ডের বিপক্ষে: ২০ উইকেট (৬ ইনিংসে)
- ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে: ১৭ উইকেট (৬ ইনিংসে)
এর পরেই আছেন—
- শামার জোসেফ: ১৬ উইকেট (অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪ ইনিংস)
- আলজারি জোসেফ: ১৬ উইকেট (অস্ট্রেলিয়ার বিপক্ষে ৬ ইনিংস)
টানা তৃতীয়বার প্রথম ওভারে উইকেট
চলমান অ্যাশেজ সিরিজে টানা তৃতীয়বার প্রথম ওভারে উইকেট তুললেন স্টার্ক।
পার্থ টেস্টে দুই ইনিংসেই জ্যাক ক্রলি ছিলেন তার শিকার।
প্রথম ওভারে সবচেয়ে বেশি উইকেট–তালিকার শীর্ষে স্টার্ক
টেস্ট ক্রিকেটে প্রথম ওভারেই সবচেয়ে বেশি উইকেট নেওয়ার তালিকায়ও তিনি সবার ওপরে।
- মিচেল স্টার্ক – ২৬ উইকেট
- জেমস অ্যান্ডারসন – ১৯


