ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ টি–টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে হারলেও দারুণভাবে ঘুরে দাঁড়াল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে জয়ের পর সিরিজ নির্ধারণী তৃতীয় ম্যাচে স্বাগতিকরা আইরিশদের ৮ উইকেটে হারিয়ে সিরিজ নিজেদের করে নেয়। আয়ারল্যান্ডের বিপক্ষে এটি টাইগারদের চতুর্থ টি–টোয়েন্টি সিরিজ জয়। বিশ্বকাপের আগে এমন সফলতা দলের আত্মবিশ্বাস আরও বাড়াবে বলে মনে করছেন অধিনায়ক লিটন দাস।
গতকাল টস জিতে আগে ব্যাট করতে নেমে টাইগার বোলারদের আগুনে বোলিংয়ে ১১৭ রানে থামে আয়ারল্যান্ডের ইনিংস। সফরকারীদের পক্ষে সর্বোচ্চ ৩৭ রান করেন অধিনায়ক পল স্টার্লিং। জয়ের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই নিয়ন্ত্রণে রাখে বাংলাদেশ। ৩৬ বলের ৫৫ রানের ঝড়ো ইনিংস খেলে ম্যাচসেরা নির্বাচিত হন ওপেনার তানজিদ হাসান তামিম। এ ম্যাচে পাঁচটি ক্যাচ ধরে তিনি গড়েন নতুন রেকর্ড—আইসিসির পূর্ণ সদস্য দলের হয়ে এক ম্যাচে সর্বোচ্চ পাঁচ ক্যাচ!
ব্যাট হাতে ব্যর্থ হলেও অধিনায়ক হিসেবে লিটন দাস যোগ করলেন নতুন মাইলফলক—বাংলাদেশের প্রথম অধিনায়ক হিসেবে পাঁচটি টি–টোয়েন্টি সিরিজ জয়ের কৃতিত্ব এখন তাঁর। ম্যাচ শেষে বোলারদের পারফরম্যান্সের ভূয়সী প্রশংসা করেন লিটন। বলেন, “সব বোলারই দারুণ করেছে। পাওয়ার প্লেতে কিছুটা চাপে পড়লেও মাহাদী ও রিশাদ দারুণভাবে ম্যাচে ফেরায়।”
দ্বিতীয় ম্যাচে সুযোগ পেয়ে নিজেদের প্রমাণ করেন স্পিনার শেখ মাহাদী। দুটি ম্যাচে মোট চার উইকেট নিয়ে হয়েছেন সিরিজসেরা। নিজের পারফরম্যান্স নিয়ে তিনি বলেন, “প্রতিটি ম্যাচে সেরাটা দেওয়ার চেষ্টা করি। ভ্যারিয়েশন ও লাইন–লেংথ ধরে রাখার ফল পেয়েছি। শিশিরের মধ্যে বল করা ফিঙ্গার স্পিনারের জন্য কঠিন, তবু চেষ্টা চালিয়ে যাচ্ছি। সামনে আরও ভালো করতে চাই।”


