সর্বশেষ বিপিএলে খেলোয়াড় হিসেবে দেখা যাওয়া ইমরুল কায়েস এবার কোচ হিসেবে অভিষেক করতে যাচ্ছেন। নতুন মৌসুমের বিপিএলের প্রস্তুতি জোরেশোরে চলছে এবং ধীরে ধীরে দলগুলো তাদের চূড়ান্ত রূপে গড়ে তুলছে।
ইমরুলের সিলেট দল এবার নতুন নামে মাঠে নামবে—‘সিলেট টাইটানস’। ফ্র্যাঞ্চাইজিটি ইতিমধ্যেই কিছু প্রাথমিক পদক্ষেপ নিয়েছে, যেখানে কয়েকজন নতুন খেলোয়াড় দলে যোগ দিয়েছেন এবং ড্রেসিংরুমে এসেছে নতুন মুখ।
সিলেট টাইটানসের প্রধান কোচ দায়িত্বে থাকবেন সোহেল ইসলাম। ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন ইমরুল কায়েস। পেস বোলিং কোচের দায়িত্বে থাকবেন সৈয়দ রাসেল এবং ফিল্ডিং কোচ হিসেবে দায়িত্ব পাবেন কিমসলি রব।
দলের দুই তারকা ইতিমধ্যেই নিশ্চিত হয়েছেন—মেহেদি হাসান মিরাজ ও নাসুম আহমেদ। দলটির নেতৃত্বে থাকবেন মিরাজ।
গত সপ্তাহে বিপিএল গভর্নিং কাউন্সিল মালিকানা প্রক্রিয়া সম্পন্ন করেছে। বৈঠকটি অনুষ্ঠিত হয় গুলশানের নভানা টাওয়ারে। বাশুন্ধরা গ্রুপের টগি স্পোর্টস রংপুর রাইডার্স পরিচালনা করবে, ত্রায়াঙ্গেল সার্ভিস চট্টগ্রাম দলের দায়িত্বে থাকবে, রাজশাহী দলে নাবিল গ্রুপ দায়িত্ব পালন করবে। সিলেট ফ্র্যাঞ্চাইজি পরিচালনা করবে ‘ক্রিকেট উইথ সামি’ এবং ঢাকার দায়িত্ব পেয়েছে রিমার্ক-হারল্যান্ডের অধীনে ‘চ্যাম্পিয়ন স্পোর্টস’।
সিএ/এমআরএফ


