লম্বা সময় পর নিউজিল্যান্ডের জার্সিতে ফেরার অপেক্ষায় রয়েছেন কিংবদন্তি ব্যাটার কেইন উইলিয়ামসন। ইংল্যান্ডের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য জাতীয় দলে স্থান পেয়েছেন তিনি। সবশেষ মার্চে চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে ব্ল্যাক ক্যাপসের জার্সিতে খেলেছেন উইলিয়ামসন।
উইলিয়ামসন বর্তমানে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের কেন্দ্রীয় চুক্তির বাইরে আছেন। সাবেক অধিনায়কের সঙ্গে ‘ক্যাজুয়াল চুক্তি’ অনুসারে তিনি নির্দিষ্ট সিরিজ ও টুর্নামেন্টে খেলতে পারবেন। এর আগে বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি লিগে অংশগ্রহণের কারণে কেন্দ্রীয় চুক্তি থেকে সরে দাঁড়ান তিনি। চলমান টি–টোয়েন্টি সিরিজে শারীরিক জটিলতার কারণে দলে ছিলেন না উইলিয়ামসন, তবে ওয়ানডে সিরিজের মাধ্যমে দলে ফেরার সুযোগ মিলছে।
সিরিজের প্রথম ওয়ানডে ২৬ অক্টোবর বে ওভালে অনুষ্ঠিত হবে। এরপর ২৯ অক্টোবর ও ১ নভেম্বর বাকি দুই ম্যাচ খেলে নিউজিল্যান্ড ইংল্যান্ডের সঙ্গে সিরিজ শেষ করবে।
নিউজিল্যান্ডের ওয়ানডে দল: মিচেল স্যান্টনার (অধিনায়ক), মাইকেল ব্রেসওয়েল, মার্ক চ্যাপম্যান, ডেভন কনওয়ে, জ্যাকব ডাফি, জ্যাক ফোকস, ম্যাট হেনরি, কাইল জেমিসন, টম ল্যাথাম (উইকেটরক্ষক), ড্যারিল মিচেল, রচিন রবীন্দ্র, নাথান স্মিথ, কেইন উইলিয়ামসন, উইল ইয়ং।
সিএ/এমআর