Home খেলা রেকর্ড গড়ে বিশ্বচ্যাম্পিয়নদের হারাল দক্ষিণ আফ্রিকা

রেকর্ড গড়ে বিশ্বচ্যাম্পিয়নদের হারাল দক্ষিণ আফ্রিকা

0
রেকর্ড জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা। ছবি : ক্রিকইনফো

বিশ্বচ্যাম্পিয়নরা শুরু করল চ্যাম্পিয়নদের মতোই। টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্র জয় দিয়ে শুরু করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা। জিম্বাবুয়েকে তাদের ঘরের মাঠ বুলাওয়েতে ৩২৮ রানে হারিয়েছে প্রোটিয়ারা। প্রতিপক্ষের বিপক্ষে সর্বোচ্চ ব্যবধানের জয় দক্ষিণ আফ্রিকার।

বুলাওয়ে টেস্টে দক্ষিণ আফ্রিকার জয়ের নায়ক করবিন বস। প্রথম ইনিংসে সেঞ্চুরির পর বোলিংয়ে দ্বিতীয় ইনিংসে পেয়েছেন ৫ ‍উইকেট। ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির বিপরীতে দ্বিতীয়বারের মতো ৫ উইকেট পেয়েছেন এই পেস অলরাউন্ডার।

জিম্বাবুয়েকে জিততে হলে রেকর্ড গড়তে হতো।

৫৩৭ রান তাড়া করে এর আগে কোনো দল জয় পায়নি। বিশাল লক্ষ্যটা যে তাড়া করা ভীষণ কঠিন তা চতুর্থ দিন শেষ হওয়ার প্রমাণ পাওয়া গেছে। জিম্বাবুয়ে দ্বিতীয় ইনিংসে ২০৮ রানে অলআউট হওয়াতে।
করবিনের তোপে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে জিম্বাবুয়ে।

তাকে আজ সঙ্গ দিয়েছেন অভিষেক টেস্ট খেলতে নামা কোডি ইউসুফ। ২৭ বছর বয়সী এই মিডিয়াম পেসার প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও ৩ উইকেট নিয়েছেন। স্বাগতিকদের হয়ে দ্বিতীয় ইনিংসে সর্বোচ্চ ৫৭ রান করেছেন আট নম্বরে নামা ওয়েলিংটন মাসাকাদজা।
এর আগে দক্ষিণ আফ্রিকা উইয়ান মুল্ডারের (১৪৭) সেঞ্চুরিতে দ্বিতীয় ইনিংসে ৩৬৯ রান করে। আর প্রথম ইনিংসে করবিন (১০০*) ও অভিষিক্ত লুয়ান-ড্রে প্রিটোরিয়াস (১৫৩) জোড়া সেঞ্চুরিতে ৯ উইকেটে ৪১৮ রান করেছিল প্রোটিয়ারা।

বিপরীতে শন উইলিয়ামসের (১৩৭) সেঞ্চুরিতে জিম্বাবুয়ে প্রথম ইনিংসে করে ২৫১ রান।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version