Home খেলা ফ্লোরিডার সৌন্দর্য কি শুনতে পাবে বাঘের গর্জন?

ফ্লোরিডার সৌন্দর্য কি শুনতে পাবে বাঘের গর্জন?

0

নাহিদ আহসান ||

যেন রঙ তুলির আচড়ে আঁকা এক সুন্দর দৃশ্য, যেই দৃশ্যে রয়েছে একটি ক্রিকেট স্টেডিয়াম এবং আশপাশের পরিবেশের অপরূপ সৌন্দর্য। হ্যাঁ, ঠিক এমনটাই যেন ফ্লোরিডার সেন্ট্রাল রেজিওনাল পার্ক স্টেডিয়াম। খেলার চাইতে যেন দর্শক প্রকৃতি দেখেই মুগ্ধ হবেন বেশি।

বাংলাদেশের অভিষেক হতে যাচ্ছে এই ফ্লোরিডাতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-২০ সিরিজের দ্বিতীয় ম্যাচ দিয়ে। আমেরিকায় বাংলাদেশ ক্রিকেটের এই উদ্বোধনি ইতিহাসের নেতৃত্বে সাকিব আল হাসান। বাংলাদেশ দলের সকলের পাশাপাশি বেশ রোমাঞ্চিত এখানকার দর্শকরাও। বাংলাদেশের প্রবাসীরা বেশ রোমাঞ্চকর সময় গুনছেন ম্যাচের অপেক্ষায়।

বলতে গেলে,এখানে খুব বেশি দর্শক হবার কথা না কিন্তু আমেরিকাতে ক্রিকেটের কদর না থাকলেও এখানে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের বেশ কয়েকটি ম্যাচ হওয়াতে এখানকার দর্শকদের মধ্যে ক্রিকেট নিয়ে একটু বেশিই আগ্রহ দেখা গেছে। তাছাড়া প্রবাসী বাঙালিরা বেশ আগ্রহ প্রকাশ করেছেন এই ম্যাচ নিয়ে।

সিরিজের প্রথম ম্যাচ হেরে ইতিমধ্যে চাপে রয়েছে টাইগাররা, তার মধ্যে আবার নতুন জায়গায় প্রথম ম্যাচ। দারুন কিছু কি অপেক্ষা করছে আজকের ম্যাচে?

বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান তেমনটিই জানিয়েছেন এক সংবাদ মাধ্যমে। জয় ছাড়া যেন কিছু কল্পনা করছেন না তিনি,কারণ সিরিজ বাঁচাতে আজকের ম্যাচে জয়ের বিকল্প নেই।সেই ক্ষেত্রে শেষ ম্যাচ রূপ নিবে অলিখিত ফাইনালে। প্রথম ম্যাচের ভুলগুলো শুধরে ঘুরে দাঁড়াতে মরিয়া বাংলাদেশ অধিনায়ক। শোনাতে পারবে কি তারা বাঘের গর্জন?

আগামীকাল বাংলাদেশ সময় ভোর ৬ টায় খেলাটি শুরু হবে।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version