Home খেলাধুলা ঘরোয়া ক্রিকেটে নাঈমের রানবন্যা, আন্তর্জাতিক মঞ্চে ফিরতে প্রস্তুত?

ঘরোয়া ক্রিকেটে নাঈমের রানবন্যা, আন্তর্জাতিক মঞ্চে ফিরতে প্রস্তুত?

0

আন্তর্জাতিক ক্রিকেটে ধারাবাহিকভাবে ব্যর্থতার পর আবারও ঘরোয়া আসরে নিজের ব্যাটে রানের ঝড় তুলেছেন ওপেনার নাঈম শেখ। সর্বশেষ ‘এ’ দলের বিপক্ষে হাই পারফরম্যান্স ইউনিটের (এইচপি) ম্যাচে ৩২ বলে ৪৭ রানের কার্যকরী ইনিংস খেলেছেন তিনি, যেখানে ছিল তিনটি চার ও তিনটি ছক্কার মার।

শুধু এই ইনিংস নয়, সাম্প্রতিক সময়েও ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিকভাবে ভালো করছেন বাঁহাতি এই ব্যাটার। ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) করেছেন ৬১৮ রান, ছিলেন রান তালিকার শীর্ষ তিনে। বাংলাদেশ প্রিমিয়ার লিগেও (বিপিএল) ৫১১ রান করে ছিলেন টুর্নামেন্টের অন্যতম সফল ব্যাটার।

তবে জাতীয় দলের হয়ে পারফরম্যান্সের চিত্র ভিন্ন। সর্বশেষ পাকিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে খেলে ব্যর্থ হয়েছেন তিনি। তিনটি ম্যাচে রান তোলার লড়াইয়ে নেমেও নিজেকে মেলে ধরতে পারেননি। ব্যাটিংয়ের দুর্বল দিকগুলো স্পষ্ট হয়ে উঠেছে আন্তর্জাতিক মানের বোলারদের বিপক্ষে।

এ প্রসঙ্গে জাতীয় দলের সাবেক কোচ ও এইচপি দলের বর্তমান পরামর্শক মিজানুর রহমান বাবুল বলেন, “নাঈম শেখ সাধারণত শট খেলতেই পছন্দ করে। কিন্তু তার ব্যাটিং স্টাইল মন্থর উইকেটে মানানসই নয়। একজন আন্তর্জাতিক ক্রিকেটারের সব ধরনের কন্ডিশনে মানিয়ে নেওয়ার ক্ষমতা থাকতে হয়। ওকে সেটা নিয়ে আরও কাজ করতে হবে।”

কোচের মতে, ঘরোয়া ক্রিকেটে ভালো করলেও আন্তর্জাতিক পর্যায়ের প্রতিপক্ষ ও পিচের পার্থক্যই আসল চ্যালেঞ্জ। “আজকে নাঈম তুলনামূলকভাবে সাবলীল ছিল। তবে আন্তর্জাতিক ক্রিকেটে টিকে থাকতে হলে শুধু দেশের মাটিতে নয়, সব উইকেটে নিজেকে মানিয়ে নিতে হবে,” যোগ করেন কোচ বাবুল।

সংখ্যা যখন বলে বাস্তবতা:
নাঈম শেখের আন্তর্জাতিক টি-টোয়েন্টি পরিসংখ্যান বলছে, ৩৮ ইনিংসে তার স্ট্রাইক রেট মাত্র ৮৩.৮৭, গড় ১৭.০৫। মাত্র ৬টি ইনিংসে তিনি ১১০-এর বেশি স্ট্রাইক রেটে ৩০-এর বেশি রান করতে পেরেছেন, যার মধ্যে দুটি ইনিংস এসেছে অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ ওমান ও জিম্বাবুয়ের বিপক্ষে। ভারতের বিপক্ষে ২০১৯ সালের ৮১ রানের ইনিংস ছিল ব্যতিক্রম, তবে তারপর থেকে ধারাবাহিকতা আর দেখা যায়নি।

তবে কোচ বাবুল আশাবাদী, এইচপি সিরিজের পারফরম্যান্স নাঈমের আত্মবিশ্বাস বাড়াতে সহায়ক হবে। “নাঈম শেখ সম্প্রতি জাতীয় দলের হয়ে কিছু ম্যাচ খেলেছে। এই পারফরম্যান্সগুলো তার আত্মবিশ্বাস বাড়াবে এবং ভবিষ্যতে জাতীয় দলে ভালো করার অনুপ্রেরণা জোগাবে,” তিনি বলেন।

সামনে এশিয়া কাপ, আর নাঈমের সামনে সুযোগ নিজেকে আবারও প্রমাণ করার। তবে প্রশ্ন থেকেই যাচ্ছে—শুধু ঘরোয়া সাফল্য কি যথেষ্ট, নাকি নাঈমকে বদলাতে হবে ব্যাটিংয়ের ধরন ও মানসিকতা?

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version