Home খেলাধুলা সাফজয়ী স্কোয়াড নিয়েই এশিয়ান মিশনে যাচ্ছে অনূর্ধ্ব-২০ নারী দল

সাফজয়ী স্কোয়াড নিয়েই এশিয়ান মিশনে যাচ্ছে অনূর্ধ্ব-২০ নারী দল

0
অনূর্ধ্ব-২০ উইমেন্স এশিয়ান কাপ বাছাইয়ে খেলতে লাওসে যাবেন সাগরিকারা

সাফ চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত পারফরম্যান্সের পর এবার এশিয়া মাতাতে প্রস্তুত বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল দল। আগামী আগস্টে লাওসে শুরু হতে যাওয়া এএফসি অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপ বাছাইপর্বে অংশ নিতে আজ (৩১ জুলাই) ২৩ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

সাবেক ইংলিশ কোচ পিটার বাটলার এই টুর্নামেন্টেও আস্থা রেখেছেন সাফজয়ী দলের খেলোয়াড়দের ওপর। কোনো পরিবর্তন ছাড়াই সেই ২৩ জনকেই রাখা হয়েছে এশিয়ান কাপ বাছাইয়ের মূল দলে।

সম্প্রতি বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ নারী দল অপরাজিত থেকে টানা ছয় জয় তুলে নেয়। ১৮ পয়েন্ট সংগ্রহ করে শিরোপা ঘরে তোলে তারা। সেই আত্মবিশ্বাস নিয়েই এবার এশিয়ার মঞ্চে নিজেদের শক্তি দেখাতে চান সুরমা জান্নাতরা।

সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ২ আগস্ট লাওসের উদ্দেশ্যে দেশ ছাড়বে দল।

স্কোয়াড:

গোলরক্ষক:
স্বর্ণা রানী, মিলি আক্তার, ফেরদৌসি আক্তার।

ডিফেন্ডার:
জয়নব বিবি, আফঈদা খন্দকার (অধিনায়ক), সুরমা জান্নাত, কানোম আক্তার, রুমা আক্তার।

মিডফিল্ডার:
স্বপ্না রানী, কানন রানী, ঐশী খাতুন, অয়ন্ত বালা, রুপা আক্তার, বর্না খাতুন, মুনকি আক্তার, সিনহা জাহান, শান্তি মার্ডি, নাদিয়া আক্তার।

ফরোয়ার্ড:
পূজা দাস, উমেলা মারমা, মোসাম্মৎ সাগরিকা, তৃষ্ণা রানী, নবীরণ খাতুন।

প্রতিপক্ষ ও সময়সূচি:

বাছাইপর্বের ‘এইচ’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া, লাওস ও পূর্ব তিমুর।

  • ৬ আগস্ট: বাংলাদেশ বনাম লাওস

  • ৮ আগস্ট: বাংলাদেশ বনাম পূর্ব তিমুর

  • ১০ আগস্ট: বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া

৩৩টি দেশের অংশগ্রহণে অনুষ্ঠিতব্য বাছাইপর্বে আটটি গ্রুপের সেরা দলগুলো সরাসরি উঠবে মূল পর্বে। এছাড়া সেরা তিন রানারআপ দলও থাইল্যান্ডে অনুষ্ঠিতব্য মূল পর্বে খেলার সুযোগ পাবে।

অতীত পারফরম্যান্স:

এশিয়ান বাছাইয়ে বাংলাদেশের রেকর্ড এখনও সন্তোষজনক নয়। এ পর্যন্ত ১২টি ম্যাচে জয় এসেছে মাত্র দুটি। তবে ঘরের মাঠে আত্মবিশ্বাস ও সদ্য সাফ চ্যাম্পিয়নশিপের সাফল্যকে পুঁজি করে এবারের মিশনে ভালো কিছু করার লক্ষ্য নিয়েই মাঠে নামছে তরুণী ফুটবলাররা।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version