ঢাকার আকাশ আংশিক মেঘলা, হতে পারে বৃষ্টি
রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আকাশ আজ আংশিক মেঘলা থাকতে পারে, এবং সম্ভাবনা রয়েছে অস্থায়ীভাবে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আগাম পূর্বাভাসে মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকাল থেকে পরবর্তী ছয় ঘণ্টায় এমন অবস্থা বজায় থাকতে পারে।
প্রত্যাশা করা হচ্ছে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হবে। দিনের তাপমাত্রা মূলত অপরিবর্তিত থাকবে।
সকালে ঢাকায় তাপমাত্রা ছিল ২৭.৪ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল ৯৫ শতাংশ। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ছিল ২৭.১ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় রেকর্ড করা বৃষ্টিপাত ছিল প্রায় ‘ট্রেস’ মাত্র।
শহরের ছাড়াও সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এছাড়া চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গা ও অন্যান্য বিভাগগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
সিএ/এমআরএফ