গুগল এবার ক্রোম ব্রাউজারে সরাসরি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর সুবিধা এনেছে। জেমিনাই অ্যাপে সাফল্যের পর, গুগল তাদের নিজস্ব ইমেজ জেনারেটর ‘ন্যানো ব্যানানা’ ক্রোমে যোগ করেছে।
নতুন এ ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা একাধিক ট্যাব খোলা থাকলেও জেমিনাইয়ের সঙ্গে চ্যাট করতে পারবেন এবং ছবি তৈরি ও সম্পাদনা করতে পারবেন। আগের মতো আলাদা ট্যাব খোলার বা ফাইল ডাউনলোড/আপলোডের ঝামেলা থাকবে না।
গুগল জানিয়েছে, যারা একসাথে অনেক কাজ করেন তাদের জন্য নতুন ‘সাইডবার’ ফিচারটি বিশেষ কার্যকর। এই সাইডবার ব্যবহার করে ভিন্ন ভিন্ন ট্যাবের তথ্য তুলনা করা, পণ্য রিভিউ বা মতামত জানা এবং ব্যস্ত ক্যালেন্ডার থেকে সময় বের করার মতো কাজ করা সম্ভব।
ভবিষ্যতের জন্য গুগল তাদের জেমিনাই অ্যাপের ‘পার্সোনাল ইন্টেলিজেন্স’ ফিচার ক্রোমে যোগ করার পরিকল্পনা করছে। একবার এটি যুক্ত হলে, ব্রাউজার ব্যবহারকারীর আগের আলাপ ও চ্যাট মনে রাখবে এবং আরও ব্যক্তিগত সহায়তা প্রদানে সক্ষম হবে। এছাড়া ‘কানেক্টেড অ্যাপস’ ফিচারের মাধ্যমে জিমেইল ও ক্যালেন্ডারের তথ্যও সহজে ব্যবহার করা যাবে।
সিএ/এমআর


