যেসব দেশে প্রচণ্ড শীত পড়ে, সেখানে মানুষ শীতকে ভয় পান। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে এক খবর, প্রচণ্ড ঠান্ডায় গাছ বোমার মতো ফেটে যেতে পারে। তবে বিষয়টি বিজ্ঞানভিত্তিক এবং এটি পোলার ভর্টেক্স নামের একটি প্রাকৃতিক ঘটনা।
পোলার ভর্টেক্স হলো পৃথিবীর দুই মেরু অঞ্চলের ওপর ঘুরতে থাকা বিশাল বাতাসের কুণ্ডলী। কখনও কখনও জলবায়ু পরিবর্তনের কারণে এটি নিচে নেমে আসে, তখন মেরু অঞ্চলের হিমশীতল বাতাস স্থানীয় এলাকায় পৌঁছায়।
প্রকৃতপক্ষে, গাছ ফেটে যেতে পারে। কিন্তু এটি কোনও বিস্ফোরণ নয়, বরং বাইরের বাকলের সংকোচন ও ভেতরের জমে যাওয়া রসের প্রসারণের কারণে জোরে শব্দের সঙ্গে ফেটে যাওয়া। শীতকালে বিশেষ করে ম্যাপল, ওক, আপেল ও উইলো গাছের ক্ষেত্রে এটি দেখা যায়। গাছের কিছু ক্ষতি হয়, কিন্তু বসন্ত এলে তা প্রায়ই পুনরায় নিজেকে সারিয়ে নেয়।
সিএ/এমআর


