ফেসবুক মেসেঞ্জারে নিরাপদ ও ব্যক্তিগত যোগাযোগের জন্য রয়েছে ‘সিক্রেট কনভারসেশন’ ফিচার। এই সুবিধার মাধ্যমে ব্যবহারকারীরা নির্দিষ্ট ব্যক্তির সঙ্গে এন্ড-টু-এন্ড এনক্রিপ্টেড কথোপকথন করতে পারেন, যেখানে বার্তা কেবল প্রেরক ও প্রাপকের মধ্যেই সীমাবদ্ধ থাকে। মেটা বা ফেসবুক কর্তৃপক্ষও এসব বার্তা দেখতে পারে না।
সিক্রেট কনভারসেশনে পাঠানো মেসেজ চাইলে নির্দিষ্ট সময় পর স্বয়ংক্রিয়ভাবে মুছে যাওয়ার ব্যবস্থাও রয়েছে। ব্যবহারকারী ডিসঅ্যাপিয়ারিং টাইমার সেট করে বার্তার স্থায়িত্ব নির্ধারণ করতে পারেন। এতে ব্যক্তিগত তথ্য সুরক্ষিত থাকে এবং অপ্রয়োজনীয় বার্তা জমে থাকার ঝুঁকি কমে।
এ ছাড়া প্রতিটি ডিভাইসের জন্য আলাদা কী ব্যবহারের মাধ্যমে এনক্রিপশন যাচাই করা যায়, যা নিরাপত্তাকে আরও শক্তিশালী করে। তবে মনে রাখতে হবে, প্রাপক চাইলে স্ক্রিনশট নিয়ে কথোপকথন অন্যদের সঙ্গে শেয়ার করতে পারেন।
যেভাবে শুরু করবেন সিক্রেট কনভারসেশন—
প্রথমে মেসেঞ্জার অ্যাপ খুলে হোম আইকনে ট্যাপ করুন। এরপর উপরের ‘+’ আইকনে চাপ দিন। স্ক্রিনের ডান পাশে থাকা ‘লক’ আইকনে ক্লিক করুন। এখন যাকে মেসেজ পাঠাতে চান, সেই কন্টাক্ট নির্বাচন করুন। প্রয়োজনে টেক্সট বক্সের পাশে থাকা ঘড়ি আইকনে ট্যাপ করে বার্তা মুছে যাওয়ার সময় নির্ধারণ করুন।
এই ফিচারটি শুধু আইওএস ও অ্যান্ড্রয়েড মেসেঞ্জার অ্যাপে ব্যবহার করা যায়। ফেসবুক চ্যাট বা মেসেঞ্জার ডট কমে এটি দেখা যাবে না। কথোপকথন কেবল সেই ডিভাইসেই দৃশ্যমান থাকবে, যেখান থেকে সিক্রেট কনভারসেশন শুরু করা হয়েছে।
সিএ/এমআর


