চাঁদে অবকাশ যাপনের সুযোগ তৈরি করতে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াভিত্তিক স্টার্টআপ গ্যালাকটিক রিসোর্স ইউটিলাইজেশন স্পেস (জিআরইউ) একটি বিলাসবহুল হোটেল নির্মাণের পরিকল্পনা করেছে। প্রতিষ্ঠানটির দাবি, সবকিছু পরিকল্পনামতো এগোলে ২০৩২ সালের মধ্যে চাঁদের বুকে এই হোটেল চালু করা সম্ভব হবে। সেখানে থাকতে আগ্রহীদের অগ্রিম হিসেবে ১০ লাখ মার্কিন ডলার জমা দিতে হবে। ইতোমধ্যে হোটেল বুকিংয়ের জন্য একটি ওয়েবসাইট চালু করা হয়েছে এবং প্রাথমিক নকশাও প্রস্তুত করা হয়েছে।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প বাস্তবায়নের জন্য তারা নিজস্ব প্রযুক্তিনির্ভর আবাসন মডিউল ও স্বয়ংক্রিয় নির্মাণপ্রক্রিয়া ব্যবহার করবে। চাঁদের মাটিকেই কাঁচামাল হিসেবে কাজে লাগিয়ে টেকসই অবকাঠামো নির্মাণের পরিকল্পনা রয়েছে। প্রয়োজনীয় অনুমোদন পাওয়া গেলে ২০২৯ সালে নির্মাণকাজ শুরুর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। হোটেলটির প্রধান অতিথি হিসেবে ধরা হচ্ছে রোমাঞ্চপ্রিয় ও মহাকাশ ভ্রমণে আগ্রহী পর্যটকদের।
প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা স্কাইলার চ্যান জানান, এই উদ্যোগ সফল হলে মানুষ প্রথমবারের মতো চাঁদের পরিবেশ ও সৌন্দর্য সরাসরি উপভোগ করার সুযোগ পাবে। স্পেসএক্স ও স্বয়ংক্রিয় প্রতিরক্ষা প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান অ্যান্ডুরিলের সঙ্গে যুক্ত কয়েকজন বিনিয়োগকারী এই প্রকল্পে অর্থায়নের আগ্রহ দেখিয়েছেন।
হোটেল নির্মাণের প্রথম ধাপে চাঁদের পৃষ্ঠে একটি চাপযুক্ত পরীক্ষামূলক পেলোড স্থাপন করা হবে। পাশাপাশি স্থানীয় উপকরণ ব্যবহার করে নির্মাণ পরীক্ষা চালানো হবে, যাতে ভবিষ্যতের বড় ও জটিল মিশনের ঝুঁকি কমে আসে। দ্বিতীয় ধাপে বিকিরণ ও বিরূপ তাপমাত্রা থেকে প্রাকৃতিক সুরক্ষা পাওয়া যায় এমন একটি গর্তের কাছাকাছি বড় আকারের পেলোড অবতরণ করানো হবে। পরবর্তী ধাপে রোবোটিক যন্ত্রের সহায়তায় চাঁদের বিভিন্ন উপাদান ব্যবহার করে স্থায়ী কাঠামো নির্মাণ সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।
সিএ/এমআর


