অ্যাপল আইফোন ১৬ থেকে একটি নতুন ক্যামেরা কন্ট্রোল যোগ করেছে, যা মোবাইল ফোনের পাশে থাকে। প্রথমে অনেকেই ভেবেছিলেন এটি পেশাদার ক্যামেরার মতো শাটার বাটনের কাজ করবে, তবে বাস্তবে তা হয়নি। তবু সঠিকভাবে ব্যবহার জানা থাকলে এই ফিচারটি বেশ কার্যকর। অনেক ব্যবহারকারী এখনও এটি ঠিকমতো ব্যবহার করতে পারেন না এবং ভুলক্রমে চাপ দিয়ে ফিচারটি সক্রিয় করে ফেলেন।
ক্যামেরা কন্ট্রোল শুধুমাত্র আইফোনের ক্যামেরা চালু করার জন্য নয়; সেটিংস থেকে এটি দিয়ে কিউআর কোড স্ক্যানার, ইনস্টাগ্রামের ক্যামেরা বা অন্য কোনো ক্যামেরা অ্যাপও সরাসরি চালু করা যায়। এজন্য সেটিংস-এ গিয়ে ক্যামেরা অপশনে পছন্দের অ্যাপটি নির্বাচন করতে হয়।
ম্যাগনিফায়ার ফিচার ব্যবহার করে লেখা বড় করে দেখা যায়। চশমা ছাড়া ছোট লেখা পড়তে অসুবিধা হলে ক্যামেরা কন্ট্রোল চাপ দিয়ে ম্যাগনিফায়ার চালু করা যায়। এটি দিয়ে লেখা বড় করে দেখা, ছবি তোলা এবং অন্ধকারে ফ্ল্যাশলাইট চালু করা সম্ভব।
আইফোনের ভিজ্যুয়াল ইন্টেলিজেন্স ফিচার ব্যবহার করে ছবি তুলে চ্যাটজিপিটিকে প্রশ্ন করা যায়। ক্যামেরা কন্ট্রোল বোতামটি কিছুক্ষণ চেপে ধরলেই ফিচারটি সক্রিয় হয়। ছবি তুললেই পাখি, গাছ, বস্তু বা লেখার ব্যাখ্যা চ্যাটজিপিটি দিয়ে থাকে। আলাদা অ্যাপ খোলার প্রয়োজন নেই, মোবাইলের ক্যামেরা ও সিস্টেমের সঙ্গে সরাসরি সংযুক্ত রয়েছে।
ক্যামেরা কন্ট্রোলের স্মার্ট ব্যবহার:
হালকা চাপ দিয়ে ছোট মেনু খোলা যায়।
জুম ইন বা আউট করা সম্ভব।
ওয়াইড, মেইন বা সেলফি ক্যামেরায় দ্রুত পরিবর্তন।
এক ক্লিকেই ভিডিও রেকর্ড শুরু।
আলো ও এক্সপোজার নিয়ন্ত্রণ।
ছবির উজ্জ্বলতা নিয়ন্ত্রণ করা যায়।
যদিও এটি পেশাদার ক্যামেরার মতো পুরোপুরি কার্যকর নয়, তবে সঠিকভাবে ব্যবহার করলে আইফোনের ক্যামেরা অভিজ্ঞতা অনেক উন্নত হয়। ভবিষ্যতে অ্যাপল আরও উন্নত ফিচার যুক্ত করবে বলে আশা করা হচ্ছে।
সূত্র: টেক রাডার
সিএ/এসএ


