সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ এআই ব্যবহারের মাধ্যমে দক্ষতা বৃদ্ধি, ন্যায্যতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে কার্যকর নীতিমালা প্রণয়নের গুরুত্বের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।
রোববার (১৮ জানুয়ারি) দুপুরে মিরপুর সেনানিবাসের এমআইএসটিতে দেশের প্রথম রেসপনসিবল এআই সামিট অনুষ্ঠিত হয়, যেখানে তিনি এই মন্তব্য করেন। সামিটে মূল বক্তব্য সেশন ও প্যানেল আলোচনার পাশাপাশি শিক্ষার্থীদের অংশগ্রহণে পোস্টার উপস্থাপনা এবং প্রজেক্ট প্রদর্শনী প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে বিভিন্ন উদ্ভাবনী ও সামাজিকভাবে প্রাসঙ্গিক এআই প্রকল্প উপস্থাপন করা হয়।
এ অনুষ্ঠানে এমআইএসটিসহ ১২টি বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। সামিটে একাডেমিয়া, শিল্পখাত এবং নীতিনির্ধারণী দৃষ্টিভঙ্গিতে দায়িত্বশীল কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে দুটি গুরুত্বপূর্ণ প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনায় দেশের শিল্পখাতে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব, সম্ভাবনা এবং চ্যালেঞ্জ তুলে ধরা হয়।
বক্তারা দেশের বাস্তবতা ও প্রয়োজনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ দেশীয়ভাবে উদ্ভাবিত কৃত্রিম বুদ্ধিমত্তা সমাধান গড়ে তোলার গুরুত্বও প্রকাশ করেন।
সিএ/এসএ


