স্মার্টফোন প্রযুক্তিতে প্রতিনিয়ত যুক্ত হচ্ছে নতুন নতুন সুবিধা। উন্নত প্রসেসর, দীর্ঘস্থায়ী ব্যাটারি এবং স্বয়ংক্রিয় সুরক্ষা ব্যবস্থার কারণে আধুনিক ডিভাইসগুলো আগের তুলনায় অনেক বেশি স্মার্ট হয়ে উঠেছে। একসময় ধারণা ছিল, রাতভর চার্জ দিলে ব্যাটারির ক্ষতি হয়। তবে নতুন প্রজন্মের ডিভাইসে চার্জ পূর্ণ হলে স্বয়ংক্রিয়ভাবে বিদ্যুৎ গ্রহণ বন্ধ হয়ে যায়, ফলে অতিরিক্ত চার্জের ঝুঁকি অনেকটাই কমে গেছে।
তবে গ্যাজেট বিশ্লেষকরা জানিয়েছেন, পুরোনো ও প্রচলিত অনেক ডিভাইসে ব্যাটারির কার্যক্ষমতা বজায় রাখতে এখনও কিছু সতর্কতা প্রয়োজন। দীর্ঘ সময় টানা স্মার্টফোন ব্যবহার করতে হলে শক্তিশালী ব্যাটারি যেমন দরকার, তেমনি ব্যবহার পদ্ধতিও গুরুত্বপূর্ণ।
অনেক ব্যবহারকারীর অভ্যাস রয়েছে চার্জে থাকা অবস্থায় ভারী কাজ করার। কেউ গেম খেলেন, কেউ আবার ভিডিও এডিটিং কিংবা ভিডিও রেকর্ডিং চালিয়ে যান। বিশেষজ্ঞদের মতে, এ ধরনের কাজ ফোনের ভেতরের যন্ত্রাংশের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করে। এতে শুধু ব্যাটারি নয়, প্রসেসর, ক্যামেরাসহ অন্যান্য গুরুত্বপূর্ণ অংশেও দীর্ঘস্থায়ী ক্ষতির সম্ভাবনা তৈরি হয়।
ডিভাইস যখন একসঙ্গে চার্জ গ্রহণ এবং ভারী কাজ করে, তখন ভেতরের তাপমাত্রা দ্রুত বেড়ে যেতে পারে। অতিরিক্ত গরম হলে হার্ডওয়্যারের কার্যক্ষমতা কমতে থাকে এবং ধীরে ধীরে পারফরম্যান্সে নেতিবাচক প্রভাব পড়ে। কখনও কখনও দুর্গন্ধ ছড়ানোর মতো পরিস্থিতিও দেখা দিতে পারে।
কিছু আধুনিক ফোনে বাইপাস চার্জিং সুবিধা থাকলে এই সমস্যা আংশিকভাবে এড়ানো সম্ভব। তবে এই সুবিধা না থাকলে চার্জে রেখে কাজ করা ডিভাইসের জন্য ক্ষতিকর হয়ে উঠতে পারে। গ্যাজেট গবেষকদের পরামর্শ, নিরাপদ ও দীর্ঘস্থায়ী ব্যবহারের জন্য চার্জিং অবস্থায় ফোনে ভারী কাজ করা থেকে বিরত থাকা উচিত। শনিবার (১৪ ডিসেম্বর) প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়েছে।
সিএ/এমআর


