মাইক্রোসফটের এআই বিভাগের প্রধান মুস্তাফা সুলেইমান সতর্ক করেছেন, সঠিক নীতিমালা বা কঠোর নিয়ন্ত্রণ ব্যবস্থা না থাকলে আগামী কয়েক বছরের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মানুষের নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। বিবিসি রেডিও ৪-এর ‘টুডে’ অনুষ্ঠানে তিনি বলেন, বর্তমান এআই অগ্রগতির ধারা দেখে আতঙ্কিত হওয়াটা প্রয়োজনীয়। যারা এআই নিয়ে সতর্ক নন, তারা এর অপ্রত্যাশিত উন্নতির দিকে নজর রাখছেন না।
মুস্তাফা সুলেইমান, ‘ডিপমাইন্ড’ এর সহ-প্রতিষ্ঠাতা, বলেন, বর্তমানে অনেক মানুষ মানুষের চেয়েও বেশি বুদ্ধিমান মেশিন তৈরির চেষ্টা করছেন। কিন্তু এ ধরনের প্রযুক্তি মানুষের স্বার্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ না হলে তা নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে।
তিনি সতর্ক করেছেন, যদি এআই মানুষের সক্ষমতা ছাড়িয়ে যায় এবং নিয়ন্ত্রণযোগ্য না থাকে, তবে তা মানুষের পক্ষে কাজ করবে না, বরং মানবজাতিকে সংকটে ফেলবে। তিনি বিশ্বনেতা ও প্রযুক্তিবিদদের শক্তিশালী নিয়ন্ত্রণ কাঠামো তৈরি করার আহ্বান জানান।
বর্তমানে সাধারণ মানুষের মধ্যে এআই নিয়ে বড় ভয় হলো কর্মসংস্থান হারানোর ঝুঁকি। বিশেষ করে দাপ্তরিক ও হোয়াইট কলার পেশাজীবীরা আশঙ্কা করছেন যে এআই তাদের কাজ দখল করতে পারে। মাইক্রোসফটের গবেষণায় দেখা গেছে অনুবাদক, ইন্টারপ্রেটার ও অন্যান্য পেশাজীবীদের কাজ ইতোমধ্যে নিয়মিতভাবে এআই দিয়ে হচ্ছে।
মুস্তাফা সুলেইমান আরও বলেন, কল সেন্টার কর্মীদের জায়গা ইতিমধ্যে এআই দখল করতে শুরু করেছে। আগামী কয়েক বছরের মধ্যে জুনিয়র অ্যাকাউন্ট্যান্ট, প্যারালিগ্যাল এবং সাধারণ প্রজেক্ট ম্যানেজারদের মতো পদগুলোও একই পরিস্থিতির মুখে পড়বে। এআই ব্যবস্থায় দক্ষতা ও কাজের গতি বাড়লেও এটি মানুষের শ্রমকে প্রতিস্থাপন করছে। তাই ভবিষ্যতের সুপার ইন্টেলিজেন্স সবসময় মানুষের নিয়ন্ত্রণে থাকবে, তা নিশ্চিত করা এখন সময়ের দাবি।
সিএ/এমআর


