দূষণ রুখতে জাপানি বিজ্ঞানীদের আবিষ্কার: বাজারে আসছে পরিবেশবান্ধব জৈব প্লাস্টিক
প্লাস্টিক ব্যবহারের কারণে পরিবেশে দূষণ বেড়ে যাওয়ার কথা প্রায় সবাই জানে। তবে সচেতনতার অভাবের কারণে অনেকেই এখনো প্লাস্টিক ব্যবহার থেকে বিরত থাকতে পারছেন না। তাতে দূষণ কমানো এখনো চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
জাপানের রিকেন সেন্টার ফর এমারজেন্ট ম্যাটার সায়েন্সের গবেষকরা এমন এক জৈব প্লাস্টিক উদ্ভাবনের ঘোষণা দিয়েছেন, যা দূষণমুক্ত। নতুন প্লাস্টিকটি সম্পূর্ণ জৈব, নমনীয় এবং শক্তপোক্ত। এর বৈশিষ্ট্যগত দিক থেকে এটি প্রচলিত প্লাস্টিকের মতোই কার্যকর।
বিজ্ঞানীরা বলছেন, এই জৈব প্লাস্টিক বাজারে পৌঁছালে মাইক্রোপ্লাস্টিকের ব্যবহার কমাতে বড় ভূমিকা রাখতে পারবে। বর্তমানে ব্যবহৃত প্লাস্টিক ক্ষুদ্র কণার আকারে পরিবেশ ও মানুষের স্বাস্থ্য উভয়কেই ঝুঁকির মধ্যে ফেলে। এটি খাবারে মিশে গেলে হার্ট, হাড়, স্ট্রোক, ফুসফুসসহ অন্যান্য সমস্যার ঝুঁকি তৈরি করে।
এই নতুন প্লাস্টিক কোলাইন ক্লোরাইড থেকে তৈরি, যা মূলত উদ্ভিদজাত সেলুলোজ থেকে নেওয়া। কিছু রাসায়নিক মিশিয়ে এটি কাচের মতো শক্ত করা হয়েছে, পাশাপাশি নমনীয়তা আসল প্লাস্টিকের তুলনায় ১৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ০.০৭ মিলিমিটার পর্যন্ত পাতলা এই প্লাস্টিকের আবিষ্কার সম্প্রতি ‘জার্নাল অব আমেরিকান কেমিক্যাল সোসাইটি’-তে প্রকাশিত হয়েছে।
সিএ/এমআর


