ডিজিটাল যুগে ই-মেইল লেখা এবং দ্রুত উত্তর দেওয়ার চাপ অনেক ব্যবহারকারীর জন্য সময়সাপেক্ষ ও বিরক্তিকর হয়ে উঠেছে। সেই চাপ কমাতে জি-মেইলে বড় ধরনের আপডেট এনেছে গুগলের জেমিনি এআই, যা মেইল লেখার পাশাপাশি উত্তর তৈরির কাজও অনেকটাই স্বয়ংক্রিয় করে দেবে।
নতুন আপডেটে যুক্ত হয়েছে ‘হেল্প মি রাইট’ নামের একটি স্মার্ট টুল। ব্যবহারকারী শুধু মেইলের বিষয়টি জানালেই জেমিনি পুরো মেইলের একটি খসড়া তৈরি করে দেবে। এরপর সেই খসড়াকে আরও আনুষ্ঠানিক করতে ‘ফর্মালাইজেশন’, তথ্য ও ব্যাখ্যা যোগ করতে ‘ইলাবরেট’ কিংবা লেখাকে সংক্ষিপ্ত করতে ‘শর্টান’ অপশন ব্যবহার করা যাবে। আগে থেকে লেখা কোনো মেইলও এই টুলের মাধ্যমে সহজেই সম্পাদনা করা সম্ভব। এই সুবিধা ওয়েব ভার্সনের পাশাপাশি অ্যান্ড্রয়েড ও আইওএস অ্যাপেও পাওয়া যাবে।
শুধু মেইল লেখা নয়, ইনবক্সে আসা মেইলের উত্তর তৈরির ক্ষেত্রেও জেমিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ব্যবহারকারীর আগের লেখার ধরন ও ভাষার স্টাইল বিশ্লেষণ করে এআই নিজস্ব ভঙ্গিতে উত্তর সাজেস্ট করতে পারবে। ফলে ব্যক্তিগত বা গ্রুপ আলোচনার মেইলেও দ্রুত ও প্রাসঙ্গিক রিপ্লাই পাঠানো সহজ হবে। ব্যবহারকারী চাইলে পাঠানোর আগে উত্তরটি দেখে নিয়ে প্রয়োজন অনুযায়ী সামান্য পরিবর্তনও করতে পারবেন।
এছাড়া দীর্ঘ মেইলের মূল বক্তব্য সংক্ষেপে তুলে ধরার সুবিধাও যুক্ত হয়েছে। এতে যাদের হাতে সময় কম, তারা দ্রুত গুরুত্বপূর্ণ তথ্য দেখে সিদ্ধান্ত নিতে পারবেন। বড় ইনবক্স ব্যবস্থাপনায় এই ফিচারটি বিশেষভাবে সহায়ক হবে বলে মনে করছেন ব্যবহারকারীরা।
বিশ্বজুড়ে বর্তমানে ৩০০ কোটির বেশি মানুষ জি-মেইল ব্যবহার করেন। এর আগেও বানান সংশোধন ও ব্যাকরণ ঠিক করার মতো বিভিন্ন স্মার্ট ফিচার যুক্ত করেছিল গুগল। তবে জেমিনির স্মার্ট রাইটিং ও সাজেস্টেড রিপ্লাই সুবিধা ই-মেইল ব্যবহারের অভিজ্ঞতাকে আরও এক ধাপ এগিয়ে নেবে বলে প্রযুক্তি বিশ্লেষকদের ধারণা।
সিএ/এমআর


