রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হওয়ার পর অনেকের মধ্যেই জরুরি সতর্কতা ব্যবস্থার প্রশ্ন তৈরি হয়েছে। আগাম সতর্কতা পাওয়া না গেলেও ভূমিকম্প হওয়ার মুহূর্তে সতর্কবার্তা পাঠাতে সক্ষম বেশ কয়েকটি মোবাইল অ্যাপ রয়েছে। অ্যান্ড্রয়েডে গুগলের আর্থকোয়েক অ্যালার্ট সিস্টেম ছাড়াও মাই আর্থকোয়েক, মাইশেক, আর্থকোয়েক নেটওয়ার্কসহ বিভিন্ন অ্যাপ ভূকম্পনের তথ্য সরবরাহ করে।
গুগলের আর্থকোয়েক অ্যালার্ট সিস্টেম
২০২০ সাল থেকে অ্যান্ড্রয়েড ডিভাইসগুলোতে থাকা ক্ষুদ্র অ্যাক্সিলোমিটার সেন্সর ব্যবহার করে গুগল ভূকম্পন শনাক্তের কাজ করছে। ব্যবহারকারীদের এলাকায় ভূমিকম্প অনুভূত হলে এটি প্রাথমিক মাত্রা, উৎস এবং নিরাপত্তা পরামর্শসহ সতর্কবার্তা পাঠায়।
এই ফিচার চালু করতে সেটিংস থেকে—
সেটিংস ➜ Safety & Emergency ➜ Earthquake Alerts ➜ চালু (ON)
মাই আর্থকোয়েক
বিশ্বজুড়ে এক কোটি ব্যবহারকারী এই অ্যাপ ব্যবহার করেন। এটি রিয়েল-টাইম ভূমিকম্প তথ্য, ম্যাপ ও সতর্কবার্তা দেয়। অ্যান্ড্রয়েড ও আইওএস উভয় প্ল্যাটফর্মেই উপলভ্য।
মাইশেক
যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, বার্কলির তৈরি এই অ্যাপটি স্মার্টফোনের সেন্সর দিয়ে ভূমিকম্প শনাক্ত করে। ১০ লক্ষাধিক ব্যবহারকারী এটির রিয়েল-টাইম অ্যালার্ট সুবিধা উপভোগ করছেন।
বিশেষজ্ঞরা বলছেন, ভূমিকম্পের আগে সঠিকভাবে পূর্বাভাস এখনও সম্ভব না হলেও জরুরি মুহূর্তে কয়েক সেকেন্ড আগে সতর্কতা ঝুঁকি কমাতে সহায়তা করতে পারে। তাই ব্যবহারকারীদের ফোনে এই ফিচারগুলো সক্রিয় রাখার পরামর্শ দেওয়া হচ্ছে।
সিএ/এমআরএফ


