Home বিজ্ঞান ও প্রযুক্তি ২০ বছরের মধ্যে মানুষ মঙ্গলে পৌঁছবে

২০ বছরের মধ্যে মানুষ মঙ্গলে পৌঁছবে

0

সৌরজগত নিয়ে মানুষের জল্পনা-কল্পনার শেষ নেই। অনেক আগে থেকেই এ নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা-গবেষণা। আর তারই জের ধরে এবার আগামী ২০ বছরের মধ্যে মানুষ মঙ্গলে পৌঁছবে বলে ভবিষ্যদ্বাণী করলেন ব্রিটিশ মহাকাশচারী টিম পিক। তার মতে এই অসাধ্যসাধন সম্ভব হবে এলন মাস্কের মতো বাণিজ্যিক মহাকাশযানের উদ্যোগপতিদের জন্য।

চলতি মাসের শুরুর দিকে মাস্কের সংস্থা স্পেস এক্স যে ফ্যালকন হেভি রকেটের সফল উত্‍‌ক্ষেপণ করেছে, তা মহাকাশ উদ্ভাবনে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে বলে মত পিকের। তিনি বলেন, সরকারি মহাকাশ সংস্থাগুলো বলেছে যে ২০৩০ সালের মধ্যে মঙ্গলের মাটিতে পা রাখবে মানুষ। তবে এ ধরনের বাণিজ্যিক উড়ান সেই তারিখকে আরও এগিয়ে নিয়ে আসবে।

২০১৬ সালে আন্তর্জাতিক স্পেস স্টেশন অভিযান সম্পূর্ণ করেছেন পিক। তার বিশ্বাস, মহাকাশ উদ্ভাবনে খুব বড় ভূমিকা নেবে ডিপ স্পেস গেটওয়ে। বিভিন্ন সংস্থা এই মহাকাশ স্টেশন প্রকল্প হাতে নিয়েছে। এই স্টেশন থেকেই মানুষের মঙ্গল অভিযান শুরু করার চেষ্টা চলছে।

পিক বলেন, ‘আমি মনে করি ২০৩০ সালের শেষের দিকে মানুষ মঙ্গলে থাকবে। সেই চেষ্টাই করছে সরকারি মহাকাশ সংস্থা ও আন্তর্জাতিক মহাকাশ উদ্ভাবন দল।’

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version