Home বিজ্ঞান ও প্রযুক্তি ইনস্টাগ্রামে মেসেজ শিডিউলিং: কাজের চাপেও আর মেসেজ ভুলবেন না

ইনস্টাগ্রামে মেসেজ শিডিউলিং: কাজের চাপেও আর মেসেজ ভুলবেন না

0

বিশ্বের অন্যতম জনপ্রিয় সামাজিক মাধ্যম ইনস্টাগ্রাম এবার মেসেজিং ফিচারে এনেছে নতুন পরিবর্তন। ব্যবহারকারীরা এখন সরাসরি ইনস্টাগ্রামে মেসেজ শিডিউল করতে পারবেন, অর্থাৎ নির্দিষ্ট সময়ের জন্য মেসেজ প্রেরণ নির্ধারণ করে রাখতে পারবেন। কাজের চাপে রাতে কাউকে মেসেজ পাঠানো ভুলে যাওয়া নিয়ে আর চিন্তা করতে হবে না।

মেসেজ শিডিউল করতে হলে প্রথমে ইনস্টাগ্রাম অ্যাপ খুলে লগইন করতে হবে। এরপর মেসেজ ইনবক্সে গিয়ে যেকোনো চ্যাটে নতুন মেসেজ টাইপ করুন। মেসেজটি পাঠানোর বদলে সেন্ড বাটনটি ধরে রাখুন, তখন সময়সূচি মেন্যু খুলবে। সেখানে আপনার পছন্দমতো দিন ও সময় নির্ধারণ করে মেসেজ শিডিউল সম্পন্ন করতে পারবেন।

শিডিউল করার পর কথোপকথনে একটি বিজ্ঞপ্তি দেখা যাবে, যা নিশ্চিত করবে বার্তাটি নির্দিষ্ট সময়ে পাঠানোর জন্য তালিকাভুক্ত হয়েছে।

এই ফিচার ব্যবহারকারীদের মেসেজিং অভিজ্ঞতাকে আরও সুশৃঙ্খল এবং স্মার্ট করে তুলবে বলে আশা করা হচ্ছে।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version