মানুষের জীবন কখনোই সম্পূর্ণ নিষ্পাপ নয়। ভুল, গুনাহ ও অবহেলা প্রতিদিনই মানুষের সঙ্গী হয়ে থাকে। কখনো অজান্তে, কখনো প্রবৃত্তির টানে, আবার কখনো দুর্বলতার কারণে মানুষ আল্লাহর নির্ধারিত সীমা লঙ্ঘন করে ফেলে। তবে ইসলামের সৌন্দর্য এখানেই—গুনাহের দরজা যত বড়ই হোক না কেন, তওবার দরজা তার চেয়েও অধিক প্রশস্ত। আল্লাহ তাআলা তাঁর বান্দাদের কখনো নিরাশ করেন না; বরং বারবার তাঁর দিকে ফিরে আসার আহ্বান জানান।
তওবার এই অসীম সুযোগ ও আল্লাহর সীমাহীন দয়ার বাস্তব চিত্র ফুটে উঠেছে রাসুলুল্লাহ (সা.)–এর একটি হৃদয়স্পর্শী হাদিসে—
عَنْ أَبِي مُوسَى، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ “ إِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ يَبْسُطُ يَدَهُ بِاللَّيْلِ لِيَتُوبَ مُسِيءُ النَّهَارِ وَيَبْسُطُ يَدَهُ بِالنَّهَارِ لِيَتُوبَ مُسِيءُ اللَّيْلِ حَتَّى تَطْلُعَ الشَّمْسُ مِنْ مَغْرِبِهَا ” .
আবূ মূসা (রা) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাতে আল্লাহ তাআলা তাঁর নিজ দয়ার হাত প্রসারিত করেন যেন দিবসের অপরাধী তাঁর নিকট তওবা করে। একইভাবে দিনে তিনি তাঁর হাত প্রসারিত করেন যেন রাতের অপরাধী তাঁর নিকট ফিরে আসে। এভাবে এই সুযোগ অব্যাহত থাকবে পশ্চিম দিক থেকে সূর্য উদিত হওয়া পর্যন্ত। (মুসলিম, হাদিস: ২৭৫৯)
এই হাদিস আমাদের সামনে আল্লাহর রহমতের এক অতুলনীয় চিত্র তুলে ধরে। এখানে ‘হাত প্রসারিত করা’ দ্বারা আল্লাহর দয়া, ক্ষমা ও বান্দার তওবা কবুল করার প্রতীকী অর্থ বোঝানো হয়েছে। অর্থাৎ দিন কিংবা রাত—যে সময়েই মানুষ গুনাহ করুক না কেন, আল্লাহ তার জন্য তওবার দরজা খোলা রাখেন।
দিবসে যে গুনাহ করেছে, রাত তার জন্য ক্ষমা প্রার্থনার সুবর্ণ সুযোগ হয়ে আসে। আবার রাতে যে অপরাধে লিপ্ত হয়েছে, দিন তার জন্য ফিরে আসার নতুন সম্ভাবনা নিয়ে হাজির হয়। হাদিসের শেষাংশে ‘পশ্চিম দিক থেকে সূর্য উদিত হওয়া’ কিয়ামতের একটি বড় আলামতের দিকে ইঙ্গিত করে। এই আলামত প্রকাশ পাওয়ার পর আর তওবা গ্রহণযোগ্য থাকবে না। তার আগ পর্যন্ত—জীবনের শেষ নিঃশ্বাস কিংবা কিয়ামতের সেই চূড়ান্ত মুহূর্ত আসার পূর্ব পর্যন্ত—আল্লাহর দরবারে ফিরে আসার পথ উন্মুক্ত রয়েছে।
এই বর্ণনা মানুষকে নিরাশা থেকে বের করে আনে, আত্মসমালোচনার দিকে আহ্বান জানায় এবং দৃঢ়ভাবে স্মরণ করিয়ে দেয়—গুনাহ যত বড়ই হোক না কেন, আল্লাহর রহমত তার চেয়েও অনেক বড়। শর্ত একটাই—খাঁটি অনুতাপ, আন্তরিক তওবা এবং ভবিষ্যতে সংশোধিত জীবনযাপনের দৃঢ় সংকল্প।
আল্লাহ তাআলা আমাদের সবাইকে পরিশুদ্ধ জীবন যাপনের তাওফিক দান করুন।
সিএ/জেএইচ


