উপহার আদান-প্রদান মানুষের পারস্পরিক সম্পর্ক, বন্ধুত্ব ও ভালোবাসাকে সুদৃঢ় করে— ইমনই জানালেন জনপ্রিয় ইসলামী আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারী। স্বামী-স্ত্রী, বাবা-মা, সন্তান, ভাই-বোন কিংবা বন্ধু— যে সম্পর্কই হোক না কেন, একটি ছোট উপহারও সেই সম্পর্কে মমতা ও হৃদ্যেরতার নতুন মাত্রা যোগ করে। ইসলামেও এর বিশেষ গুরুত্ব রয়েছে। রাসুলুল্লাহ (সা.) উপহার গ্রহণ করেছেন এবং সাহাবিদের উপহার দিতে উৎসাহিত করেছেন। তাই উপহার দেওয়া-নেওয়া নববী সুন্নতের একটি গুরুত্বপূর্ণ অংশ।
সোমবার (২৪ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে আজহারী বলেন, উপহার— দূরত্ব কমিয়ে ভালোবাসার বন্ধনকে পোক্ত করে। হৃদয়েরতা আরও গভীর করে। তাই নববী এই সুন্নাহ সর্বত্র ছড়িয়ে পড়ুক। তিনি হাদিস উদ্ধৃত করে উল্লেখ করেন— আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) বলেছেন: ‘তোমরা একে অপরকে হাদিয়া দাও, ভালোবাসার বন্ধনে আবদ্ধ হও।’ (আল আদাবুল মুফরাদ, হাদিস: ৫৯৭)
আজহারীর ওই পোস্টে ব্যাপক সাড়া দিয়েছেন তার অনুসারীরা। ইতোমধ্যে ৫৮ হাজারের বেশি রিঅ্যাকশন, তিন হাজারের বেশি মন্তব্য এবং ১০ হাজারের বেশি শেয়ার হয়েছে। কমেন্ট বক্সে কেউ লিখেছেন, ‘উপহারে ভালোবাসা বাড়ে— তাই আসুন সবাই একে অন্যকে ছোট হলেও উপহার দেই।’ আরেকজন মন্তব্য করেছেন, ‘মাত্র একটি উপহার দিয়েও শত্রুতার জায়গায় বন্ধুত্ব তৈরি হয়ে যেতে পারে!’
অনেকে আবেগঘন মন্তব্যও করেছেন। একজন লিখেছেন,
‘সবসময় উপহার দিতে ইচ্ছা করে। কিন্তু সামর্থ্য কম। তাই যা পারি তাই দিই। তবে আমার রব অভাবমুক্ত— আমি দোয়া করি, তিনি যেন আমার আপনজনদের রিজিক বাড়িয়ে দেন, দুনিয়া-আখেরাতে কল্যাণ দান করেন, সব ফেতনা থেকে হেফাজত করেন।’
ব্যক্তি-সম্পর্কে উপহারের গুরুত্ব শুধু সামাজিক নয়, এটি আধ্যাত্মিক একটি সুন্দর আমল— এমনটাই মনে করছেন হাদিস-অনুসারী মুসলমানেরা। সম্পর্ক রক্ষা, বন্ধন দৃঢ় করা এবং ভালোবাসা প্রকাশের একটি সহজ অথচ কার্যকর উপায়— একটি ছোট্ট উপহার।
সিএ/এমআরএফ


