বিশ্ববিদ্যালয়ের ২২ বছর বয়সী এক তরুণী প্রশ্ন করেছেন—“আগে নামাজ পড়তাম না, তখন জীবন ঠিকঠাক চলছিল। এখন নামাজে মনোযোগী হওয়ার পর একের পর এক বিপদ দেখা দিচ্ছে। আল্লাহ কি আমার প্রতি অসন্তুষ্ট? নাকি আমার দোয়া কবুল হচ্ছে না?”
অনলাইন ইসলামী প্ল্যাটফর্ম ‘আবাউট ইসলাম’-এ এই প্রশ্ন ভাইরাল হয়েছে। ছয় সদস্যের পরিবারে বড় হওয়া ওই শিক্ষার্থী লিখেছেন, আগে সে পরিশ্রম ছাড়াই ভালো রেজাল্ট পেত, মানসিক চাপও কম ছিল। কিন্তু নামাজে মনোযোগী হওয়ার পর ফলাফল খারাপ হচ্ছে, উদ্বেগ বেড়ে যাচ্ছে। তিনি শুধু আল্লাহর কাছে ক্ষমা, মনোবল ও শান্তি চাচ্ছেন, তবু কিছুই ঠিক হচ্ছে না।
ইসলামী পরামর্শক হান্না মরিস জানান, এটি শয়তানের কুমন্ত্রণা। যখন কেউ ইমান ও আমলে উন্নতি করতে চায়, শয়তান বিভিন্ন সন্দেহ তৈরি করে। সে চায় মানুষ ভাবুক—নামাজ না পড়াই ভালো ছিল। আসলে এটি একটি বড় পরীক্ষা।
হান্না বলেন, নামাজে ফিরে আসাটাই সবচেয়ে বড় সাফল্য। পৃথিবীর সাময়িক বিপর্যয়ে হতাশ হওয়ার কিছু নেই। আল্লাহ যখন কিছু কেড়ে নেন, হয়তো তোমার জন্য আরও ভালো কিছু প্রস্তুত করছেন। উদাহরণ হিসেবে তিনি বলেন, ফলাফল খারাপ হলেও হতে পারে আল্লাহ তোমাকে অন্য পথে পরিচালিত করছেন, যেখানে তুমি আরও সফল হবে।
তিনি শেষে পরামর্শ দেন—ধৈর্য ধরো, নামাজে অটল থাকো, শয়তানের কুমন্ত্রণাকে প্রশ্রয় দিও না। একসময় বুঝবে, এই কঠিন সময়টি ছিল তোমার জন্য রহমতের দরজা। হান্না মরিস তরুণীর জন্য দোয়া করেন, আল্লাহ যেন দুশ্চিন্তা দূর করেন, হৃদয়ে প্রশান্তি দেন এবং ধৈর্যের উত্তম প্রতিদান দেন।
সিএ/এমআর