মুমিনের বিশেষ বৈশিষ্ট্য হলো আল্লাহভীতি। যেসব বান্দা নকশা না দেখেও তাদের রবকে ভয় করে এবং কিয়ামতের ভয়বোধ রাখে, তারা প্রকৃত মুত্তাকি। আল্লাহ বলেন, যারা সত্যিকারের ভয়ে তার পথে সতর্ক থাকে, তাদের জন্য জান্নাত নিকটে।
কোরআন ও সুন্নাহ থেকে জানা যায়, আল্লাহভীতি দুই ধরনের—
১. শাস্তির ভয়: বান্দা পাপকর্ম বর্জন করে এবং তওবা করে।
২. প্রশংসা ও গুণাবলির উপলব্ধি থেকে ভয়: ইবাদত ও খরচে সতর্ক থাকে, আত্মতৃপ্তি নয়।
রাসুলুল্লাহ (সা.) বলেছেন, এমন বান্দারা আরশের ছায়ায় আশ্রয় পাবেন। নিভৃতে আল্লাহকে স্মরণ করে অশ্রু পড়ানো, ধর্মে স্থির থাকা এবং ত্যাগী জীবনযাপনই প্রকৃত ভয়ের লক্ষণ।
প্রার্থনা: হে আল্লাহ, আমাদের প্রকাশ্য, নির্জন ও সর্বাবস্থায় আপনার ভয়ে ভীত হওয়ার তওফিক দান করুন।
সিএ/এমআর


