মানুষকে আল্লাহ তায়ালা পার্থিব জীবনে ইচ্ছাধিকার দিয়েছেন। মৃত্যুর সময় যারা অবিশ্বাসী, তারা আফসোস করবে—আর কোনো সুযোগ থাকবে না।
মূল বিষয়বস্তু:
- নবীদের আহ্বান মেনে কিছু মানুষ সঠিক পথে চলেছে, কেউ মুখ ফিরিয়েছে।
- মৃত্যুর সময় অবিশ্বাসীরা বলেন, ‘হে আমার রব! আমাকে দুনিয়ায় ফেরত পাঠাও যাতে সৎকর্ম করতে পারি’। কিন্তু তখন আর কোনো সময় দেওয়া হবে না।
- কোরআন নির্দেশ করে, তারা সেই সময়ে আখেরাতের আজাব দেখে আফসোস করবে। (সুরা আল-মুমিনুন, আয়াত : ৯৯-১০০; সুরা ফাতির, আয়াত : ৩৭)
সিএ/এমআর


