মানুষ যখন পাপ করে, তখন প্রশ্ন আসে—পাপ থেকে মুক্ত হওয়া সম্ভব কি? কোরআন ও হাদিসের আলোকে জানা যায়, তওবা করে গুনাহ নেকিতে রূপান্তর করা সম্ভব।
মূল বিষয়বস্তু:
- কোরআনে নির্দেশ: যারা তওবা করে, ঈমান আনে এবং সৎকর্ম করে, আল্লাহ তাদের পাপ নেকি দিয়ে পরিবর্তন করবেন। (সুরা আল–ফুরকান, আয়াত : ৭০)
- গুনাহকে নেকিতে পরিবর্তন: ইবনে আব্বাস ও হাসান আল–বাসরি বলেন, কুফরি থেকে ইসলাম, দুর্বল ঈমান থেকে দৃঢ় ঈমান, অবৈধ থেকে বৈধ সম্পর্ক ইত্যাদি অর্থে গুনাহ নেকিতে রূপান্তরিত হয়।
- হাদিসের বর্ণনা: এক হাদিসে মহানবী (সা.) মুচকি হাসেন যখন জানালেন, কিয়ামতের দিনে আল্লাহ তওবার কারণে মুমিনকে তার পাপগুলো মাফ করে দেবেন এবং নেকির ‘আমলনামা’ প্রদান করবেন।
এই হাদিস দেখায়, আল্লাহর রহমত সীমাহীন এবং গুনাহ যত বড় হোক না কেন, ফেরার পথ সব সময় খোলা থাকে।
সিএ/এমআর


