আমরা প্রায়ই মনে করি, নিজের কষ্ট অন্যের কাছে শেয়ার করলে হালকা হবে। কিন্তু বাস্তবতা ভিন্ন। অনেকেই অন্যের অনুভূতি বোঝার বা সহমর্মিতা দেখানোর ক্ষমতা রাখে না। কেউ কখনো দুর্বলতার সুযোগ নেয় বা উপহাস করে।
এ অবস্থায় আলী ইবনে আবু তালিব (রা.) বলেন, ‘আল্লাহ ছাড়া অন্যের কাছে কষ্টের অভিযোগ করা অপমান।’ অর্থাৎ, নিজের দুঃখ মহান রবের কাছে জানানো নিরাপদ এবং শান্তিদায়ক।
মানুষের মধ্যে সহমর্মিতা কমে যাওয়ায়, বর্তমান সময়ে নিজের কষ্ট অন্যের কাছে তুলে ধরার চেয়ে আল্লাহর কাছে বলাই শ্রেয়। মহান আল্লাহ বান্দার আর্তনাদ ভুলেন না, প্রতিটি অশ্রুকণা ও হৃদয়ের ব্যথা তিনি জানেন।
ছোট শিশুর মতো বারবার আল্লাহর দরবারে যাওয়া, তাঁর কাছে নিজের কষ্ট প্রকাশ করা নিরাপদ। পরম দয়ালু প্রতিপালকের কাছে সব দুঃখ ও ব্যথা সমর্পণ করলে শান্তি আসবেই, ইনশা আল্লাহ।
সিএ/এমআর


