এক তরুণী রাসুলের (সা.) কাছে এসে জানাল, তার বাবা তাকে ভাতিজার সাথে বিয়ে দিয়েছেন। নবী (সা.) বিয়ের সিদ্ধান্ত মেয়ের ওপর ছেড়ে দেন। মেয়েটি তার ইচ্ছায় বিয়েটি মানলেন। (মুসনাদে আহমদ: ২৫০৪৩, সুনানে ইবনে মাজাহ: ১৮৭৪)
ঘটনা ২:
এক মেয়ে রাসুল (সা.) কাছে অভিযোগ করলেন, বাবা তাকে অমত পাত্রের সাথে বিয়ে দিয়েছেন। নবী (সা.) বিয়েটি বাতিল করে দেন এবং মেয়েকে তার পছন্দমতো বিয়ে করার অনুমতি দেন। (মুসান্নাফে ইবনে আবি শাইবা: ১৬৭০৩)
ঘটনা ৩:
এক আনসারি নারীর স্বামী শহীদ হন। তার বাবার বিয়ে সিদ্ধান্ত মেয়ের পছন্দের বিরুদ্ধে হয়। নবী (সা.) বিয়েটি বাতিল করেন এবং মেয়েকে তার পছন্দমতো বিয়ে করার সুযোগ দেন। (মুসান্নাফে আবদুর রাযযাক: ১০৩০৪)
ঘটনা ৪:
আবদুল্লাহ ইবনে আব্বাস (রা.) বর্ণনা করেন, এক কুমারী মেয়ে নবীর (সা.) কাছে এসে জানালেন, বাবা তাকে অমত পাত্রের সাথে বিয়ে দিয়েছেন। নবী (সা.) মেয়েকে স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দেন। (সুনানে আবু দাউদ: ২০৯৬)
তবে মেয়ের পছন্দ যদি পরিবারের মর্যাদা নষ্ট করে এমন পাত্রের দিকে যায়, পরিবার বাধা দিতে পারে। পরিবারের সামাজিক মর্যাদা রক্ষা করাটাও গুরুত্বপূর্ণ।
সিএ/এমআর


