নারীদের চেহারায় স্বাভাবিকের বেশি লোম বা গোঁফ গজালে তা তুলে ফেলা জায়েজ এবং উত্তম। ভ্রু ছাড়া অন্যান্য লোম বা শরীরের যেকোনো অঙ্গের লোম অপসারণ করা জায়েজ।
ইমাম নববী (রহ.) বলেছেন, নারীদের দাঁড়ি, গোঁফ বা থুতনিতে লোম গজালে তা অপসারণ করা মুস্তাহাব। হানাফি ফকিহ ইবনে আবিদিনও উল্লেখ করেছেন, দাঁড়ি বা গোঁফ তুলে ফেলা হারাম নয়, বরং সুন্নত।
তবে ভ্রু উপড়ে ফেলা বা দাঁতের ফাঁক সৃষ্টি করা নাজায়েজ। হাদিসে বলা হয়েছে, এটি আল্লাহর সৃষ্টিতে বিকৃতি আনে এবং যারা করে তাদের জন্য আল্লাহ অভিশপ্ত ঘোষণা করেছেন।
সিএ/এমআর


