রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের ভবিষ্যৎ সম্পর্কে গুরুত্বপূর্ণ হাদিসে সতর্কবার্তা দিয়েছেন। হাদিসে বর্ণিত হয়েছে কিয়ামতের পূর্ববর্তী সমাজে:
১. ইলম উঠিয়ে নেওয়া হবে: দ্বিনি জ্ঞান ধারনকারী আলেমদের মৃত্যু বা অজ্ঞতার কারণে সমাজে সঠিক জ্ঞান হ্রাস পাবে।
২. অধিক পরিমাণে ভূমিকম্প: প্রাকৃতিক বিপর্যয় সতর্কবার্তা হিসেবে কাজ করবে।
৩. সময় সংকুচিত হবে: মানুষের দিন, মাস ও বছর দ্রুত কেটে যাবে, ফলপ্রসূতা কমে যাবে।
৪. ফিতনা প্রকাশ পাবে: সামাজিক ও পারিবারিক বিভ্রান্তি বৃদ্ধি পাবে।
৫. হারজ বৃদ্ধি পাবে: নির্বিচার খুন-খারাপি বৃদ্ধি পাবে।
৬. ধন-সম্পদের অস্বাভাবিক বৃদ্ধি: ধন বাড়লেও প্রকৃত তৃপ্তি ও নিরাপত্তা কমে যাবে।
হাদিস আমাদের কেবল ভবিষ্যতের সংবাদ দেয় না, বরং আত্মশুদ্ধি, ইলমের প্রতি যত্নশীল হওয়া এবং মানবিক মূল্যবোধ রক্ষার জন্য সতর্কবার্তা প্রদান করে।
সিএ/এমআর


