নবী মুহাম্মদ (সা.)-এর জন্মস্থান ও মক্কার বিভিন্ন ঐতিহাসিক ঘর ইসলামের ইতিহাসে গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। হাদিসে উল্লেখ রয়েছে, আল্লাহ তাআলা সৃষ্টিকুলের মধ্য থেকে তাঁকে সর্বোত্তম বংশ ও সর্বোত্তম গৃহে জন্ম দিয়েছেন।
মক্কার উঁচু ভূমিতে অবস্থিত যে গৃহে নবীজি (সা.) জন্মগ্রহণ করেন, সেটি বর্তমানে একটি গ্রন্থাগার হিসেবে ব্যবহৃত হচ্ছে। এই স্থানটি বাইতুল মাওলিদ নামেও পরিচিত। ইতিহাসবিদদের মতে, যুগে যুগে এ ঘরটি পুনর্নির্মাণ করা হয়েছে এবং আজও এটি ধর্মপ্রাণ মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দু।
নবীজির শৈশব কেটেছে চাচা আবু তালিবের গৃহে। এছাড়া খাদিজা (রা.)-এর গৃহে তাঁর দাম্পত্য জীবন শুরু হয় এবং সেখানেই তাঁর সন্তানদের জন্ম। এই ঘরটি একসময় মসজিদে রূপান্তরিত হয়েছিল। মক্কায় আরও রয়েছে আবু বকর (রা.), হামজা (রা.), আবু সুফিয়ান ও আবু জাহলের গৃহসংক্রান্ত ঐতিহাসিক নিদর্শন।
এসব স্থাপনা শুধু স্থাপত্যের নিদর্শন নয়, বরং ইসলামের প্রারম্ভিক ইতিহাস ও নবীজির জীবনচর্চার স্মারক হিসেবেও গুরুত্বপূর্ণ।
সিএ/এমআর


