ইসলাম শুধু ব্যক্তিগত ইবাদতের ধর্ম নয়, বরং সামাজিক দায়িত্ব পালনের মাধ্যমে মানবিক সম্পর্ক দৃঢ় করার জীবনব্যবস্থা। রাসুলুল্লাহ (সা.) মুসলিম সমাজকে পারস্পরিক দায়িত্ব ও সহমর্মিতার ভিত্তিতে গড়ে তুলতে নির্দেশ দিয়েছেন।
হাদিসে পাঁচটি সামাজিক দায়িত্বের কথা বলা হয়েছে—সালামের জবাব দেওয়া, রোগীর খোঁজ নেওয়া, জানাজায় অংশগ্রহণ, দাওয়াত গ্রহণ এবং হাঁচিদাতাকে দোয়া দেওয়া। এগুলো মুসলিম ভ্রাতৃত্বের মৌলিক ভিত্তি।
সালামের জবাব দেওয়া পারস্পরিক ভালোবাসা ও নিরাপত্তার প্রকাশ। রোগীর খোঁজ নেওয়া মানবিক দায়িত্ববোধের পরিচয় দেয়। জানাজায় অংশগ্রহণ মানুষকে মৃত্যুর বাস্তবতা স্মরণ করিয়ে দেয়। দাওয়াত গ্রহণ সামাজিক বন্ধন দৃঢ় করে এবং হাঁচিদাতাকে দোয়া করা সৌহার্দ্যের নিদর্শন।
আলেমরা বলেন, এসব দায়িত্ব পালন করলে সমাজে আস্থা, সহানুভূতি ও নৈতিকতা বৃদ্ধি পায়। ছোট ছোট আমলের মাধ্যমেই একটি সুন্দর ও সুস্থ সমাজ গড়ে ওঠে।
সিএ/এমআর


