মহানবী (সা.) শাসকের জুলুম ও অত্যাচার থেকে নিরাপত্তা লাভের জন্য বিশেষ একটি দোয়া পাঠের নির্দেশ দিয়েছেন। আবদুল্লাহ বিন মাসউদ (রা.) থেকে বর্ণিত হাদিসে উল্লেখ আছে, কেউ যদি অত্যাচারী শাসকের ভয় পায়, তবে সে এই দোয়া পড়তে পারে।
দোয়াটিতে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া হয়, যেন কোনো জালিম ব্যক্তি বা তার অনুসারীরা ক্ষতি করতে না পারে। এতে আল্লাহর মহান ক্ষমতা ও একত্বের স্বীকৃতিও প্রকাশ পায়।
আলেমরা বলেন, এই দোয়া শুধু ব্যক্তিগত নিরাপত্তার জন্য নয়, বরং ঈমানি দৃঢ়তা বাড়ানোর মাধ্যমও। নিয়মিত দোয়ার মাধ্যমে আল্লাহর ওপর ভরসা দৃঢ় হয় এবং অন্তরে প্রশান্তি আসে।
ধর্মীয় বিশেষজ্ঞরা মনে করেন, দোয়ার পাশাপাশি ন্যায় ও সত্যের পথে অবিচল থাকা মুসলমানের কর্তব্য। দোয়া মানুষকে সাহসী ও আত্মবিশ্বাসী করে তোলে।
সিএ/এমআর


