সংযুক্ত আরব আমিরাতের আকাশে শাবান মাসের নতুন চাঁদ দেখা যাওয়ায় আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে রমজানের ক্ষণ গণনা। দেশটিতে আগামী ২৯ অথবা ৩০ দিনের মধ্যেই পবিত্র রমজান মাস শুরু হতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সোমবার গালফ নিউজের এক প্রতিবেদনে জানানো হয়, আবহাওয়া অনুকূলে থাকায় দিনের আলোতেই চাঁদের একটি স্পষ্ট ছবি ধারণ করতে সক্ষম হয়েছেন দেশটির জ্যোতির্বিজ্ঞানীরা। ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমি সেন্টারের অধীন আল খাতিম অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেটরি আবুধাবি থেকে ১৪৪৭ হিজরির শাবান মাসের চাঁদের বিরল ও বিস্তারিত ছবি সংগ্রহ করে।
সংস্থাটির তথ্যমতে, স্থানীয় সময় সোমবার সকাল ১১টায় ছবিটি তোলা হয়। সে সময় সূর্য ও চাঁদের মধ্যকার কৌণিক দূরত্ব ছিল ৬ দশমিক ৭ ডিগ্রি। সাধারণত দিনের আলোতে নতুন চাঁদ দেখা কঠিন হলেও আকাশ পরিষ্কার থাকায় এদিন চাঁদের উপস্থিতি তুলনামূলক স্পষ্টভাবে ধরা পড়ে।
চাঁদ পর্যবেক্ষণে অবজারভেটরির বিশেষজ্ঞ দল উন্নত জ্যোতির্বৈজ্ঞানিক ইমেজিং প্রযুক্তি ব্যবহার করে তথ্য সংগ্রহ করেন। ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমি সেন্টার জানিয়েছে, এ ধরনের পর্যবেক্ষণ ইসলামী জ্যোতির্বিজ্ঞানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতে ধর্মীয় মাসগুলোর সূচনা নির্ধারণ আরও নির্ভুল হয়।
এদিকে আমিরাতের ফতোয়া কাউন্সিল জানিয়েছে, মঙ্গলবার (২০ জানুয়ারি) শাবান মাসের প্রথম দিন হিসেবে গণ্য হবে। দেশজুড়ে বৈজ্ঞানিক কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে জ্যোতির্বিদ্যা সংক্রান্ত তথ্য যাচাই করা হয়েছে। চাঁদ দেখার ওপর নির্ভর করে ২০২৬ সালে রমজান শেষ হতে পারে ২০ বা ২১ মার্চের দিকে।
সিএ/এমআর


