Home জাতীয় সহকর্মীদের ওপর হামলা,প্রতিবাদে রাস্তায় সাংবাদিকরা

সহকর্মীদের ওপর হামলা,প্রতিবাদে রাস্তায় সাংবাদিকরা

0

নিরাপদ সড়ক দাবির আন্দোলনের সময় রাজধানীর ধানমণ্ডিসহ বিভিন্ন এলাকায় পুলিশের উপস্থিতিতে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে এসেছে সাংবাদিকদের কাছ খেকে।

হামলার প্রতিবাদে সোমবার কারওয়ান বাজারে সার্ক ফোয়ারায় মানববন্ধন করেন প্রায় ২০০ জন সাংবাদিক,মানববন্ধনে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের কোষাধ্যক্ষ নাগরিক টেলিভিশনের প্রধান বার্তা সম্পাদক দীপ আজাদ বলেন, “হামলাকারীরা যে পরিচয়ের হোক, তাদের বিচার চাই। তাদের ধরিয়ে দিতে ছবি দিয়ে বিজ্ঞপ্তি প্রচারের দাবি জানাচ্ছি পুলিশের প্রতি।

রোববার ধানমণ্ডি এলাকায় নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের সময় কর্তব্যরত সাংবাদিকদের ধরে ধরে পেটায় হেলমেট পরা একদল যুবক।

রোববারের হামলায় সায়েন্স ল্যাবরেটরি মোড়, ধানমণ্ডি ১ নম্বর ও ২ নম্বর সড়কে বেশ কয়েকজন আলোকচিত্র সাংবাদিক আহত হন। চাপাতি, রড, লাঠি হাতে হেলমেট পরা যুবকদের তৎপরতার সময় পুলিশ সামনে থাকলেও কোনো পদক্ষেপ নেয়নি; তবে ওই সময় আন্দোলনকারী শিক্ষার্থীদের দিকে কাঁদুনে গ্যাস ছুড়ছিল পুলিশ।

সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশের জাতীয় সংবাদপত্রের সম্পাদকদের সংগঠন সম্পাদক পরিষদ,সাংবাদিকদের ওপর হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে বাংলাদেশ ক্যাম্পাস জার্নালিস্ট ফেডারেশন, ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিসহ বিভিন্ন সংগঠন।

সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মঙ্গলবার বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে ডিইউজের বিক্ষোভ সমাবেশ এবং দুপুর ১২টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সামনে প্রতিবাদ সমাবেশের ডাক দেওয়া হয়েছে।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version