Home জাতীয় মিরপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান, দোকান মালিকদের বাধা

মিরপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান, দোকান মালিকদের বাধা

0

মিরপুর-১১ নম্বর এর ভাসানী মোড় এলাকায় সড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করছে ঢাকা উত্তর সিটি করপোরেশন। অভিযানে ৮ থেকে ১০ টি দোকান ভেঙ্গে দেওয়া হয়।

আজ সোমবার (৩০ জুন) দুপুরে এই অভিযান পরিচালনা করা হয়।

উচ্ছেদ অভিযানের সময় দোকন মালিক ও কর্মচারীরা নির্বাহী ম্যাজিস্ট্রেটের বিভিন্ন ধরণের অভিযোগ করেন। তাদের দাবি, কোন নোটিশ প্রদান না করে এ ধরনের অভিযান পরিচলনা করা কোন ভাবেই ঠিক হয়নি।

পরবর্তীতে, মার্কেটের জন্য সিটি করপোরেশনের বরাদ্দ দেয়া আছে, স্থানীয় ব্যবসায়ীদের এমন দাবির মুখে উচ্ছেদ অভিযান স্থগিত করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

তিনি জানান, বরাদ্দের কাগজপত্র পুনর্বিবেচনা করে আবারও অভিযান পরিচালনা করা হবে।

উল্লেখ্য, উক্ত এলাকায় ৫০ এর অধিক দোকান অবৈধভাবে সড়কের জায়গায় নির্মাণ করা হয়েছে এমন অভিযোগের ভিত্তিতে উচ্ছেদ অভিযান পরিচালনা করে ঢাকা উত্তর সিটি করপোরেশন।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version