Home জাতীয় ট্রাফিক সপ্তাহ ১৪ অাগস্ট পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে

ট্রাফিক সপ্তাহ ১৪ অাগস্ট পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে

0

দেশজুড়ে চলমান ট্রাফিক সপ্তাহে সুফল পাওয়ার কথা জানিয়ে এ কর্মসূচি আরও তিন দিন বাড়ানোর কথা জানিয়েছেন ঢাকার পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া।

শনিবার ঢাকা মহানগর পুলিশের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, গত ৫ অাগস্ট ট্রাফিক সপ্তাহ শুরুর পর সড়কে শৃঙ্খলায় ‘অগ্রগতি’ হয়েছে। এটা টেকসই করতে অভিযান চলমান রাখা দরকার। এ জন্য ট্রাফিক সপ্তাহ ১৪ অাগস্ট পর্যন্ত বাড়ানো হচ্ছে।

‘ট্রাফিক আইন মেনে চলুন, ট্রাফিক পুলিশকে সহযোগিতা করুন; ট্রাফিক শৃঙ্খলা একটি জাতির সভ্যতার প্রতীক’- এই স্লোগান নিয়ে গত রোববার শুরু হয় ট্রাফিক সপ্তাহ, যা শনিবার শেষ হওয়ার কথা ছিল।

পুলিশ কমিশনার জানান, শুক্রবার বিকাল পর্যন্ত ছয় দিনে ঢাকায় ট্রাফিক আইন অমান্য করায় মোট ৫২ হাজার ৪১৭টি মামলা করা হয়েছে। সেই সাথে আদায় করা হয়েছে তিন কোটির বেশি জরিমানা।পাশাপাশি পথচারী ও চালকদের সচেতন করতে মাইকিং, পোস্টার এবং লিফলেট ও স্টিকার বিতরণ করা হয়েছে।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version